প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রত্যেক বছর বর্ষার সময় রাজ্যের একটা প্রান্ত জলমগ্ন হয়ে পড়ে। যে কলকাতাকে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় লন্ডন বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কলকাতার একাধিক রাস্তা সামান্য বৃষ্টি হলেই জলের তলায় চলে যায়। হুগলি জেলাতেও বৃষ্টির কারণে বানভাসী পরিস্থিতি। আজ সেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি ত্রাণ শিবিরে গিয়ে তিনি যেভাবে সাধারণ মানুষকে খাবার পরিবেশন করছিলেন এবং তার পাশে যাকে দেখা গেল, তাকে রীতিমত মার্ক করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন হুগলি জেলার প্লাবিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই একটি ত্রাণ শিবিরে গিয়ে খিচুড়ি পরিবেশন করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দিয়ে মুখ্যমন্ত্রীর পাশে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার ছবি রীতিমত মার্ক করে তাকে হুদা খান বলে দাবি করেন শুভেন্দুবাবু। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেছেন যে, হুদা খান নামে এই ব্যক্তি, একজন বালি মাফিয়া। তার টাকাতেই এই খিচুড়ি পরিবেশন করার কাজ চলছে।

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, “পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার কারণে প্রতিবছরের মত এই বছর হুগলি জেলার বিভিন্ন এলাকা জলের তলায়। বন্যা পরিস্থিতি দেখতে আজ হুগলি জেলায় যান মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রাণ শিবিরে গিয়ে বালি মাফিয়া হুদা খানের পয়সায় বানানো খিচুড়ি, বালি মাফিয়া হুদা খানকে পাশে রেখে পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা! মমতার তোলামূল সরকার হটাও, বাংলা বাঁচাও। বাংলা লড়বে বাংলা জিতবে।”