প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অর্থনৈতিক ক্ষেত্রে গতি আনার জন্য এর আগেও একাধিকবার একাধিক বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর এবার ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। যেখানে বেশ কিছু মোবাইল নম্বরে এখন থেকে আর কোনো রকম ইউপিআই পেমেন্ট করা যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে কোন কোন মোবাইল নম্বর রয়েছে? কাদের কাদের মোবাইল নম্বরে এই ইউপিআই পেমেন্ট হবে না?
জানা গিয়েছে, উচ্চ ঝুঁকি সম্পূর্ণ মোবাইল নম্বরে এখন আর ইউপিআই পেমেন্ট হবে না। আর যদিও বা তা করতে যাওয়া হয়, তাহলে সাথে সাথেই যাবে সতর্কবার্তা। পরবর্তীতে ম্যানুয়ালি তা করার জন্য জানানো হবে। এক্ষেত্রে যদি তাও সেই প্রক্রিয়া করতে যাওয়া হয়, তাহলে তা ব্লক করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন এফআরআই সিস্টেম বৃহত্তর ডিজিটাল ইন্টেলিজেন্স প্লাটফর্মের একটা অংশ, যা তৈরি করা হয়েছে দেশে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করার জন্য। এর মাধ্যমে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলিকে ইউপিআই পরিষেবাদানকারী সংস্থাগুলোকে ঝুঁকিপূর্ণ লেনদেন বুঝতে সহায়তা করা। এর মধ্যে বড় বড় সংস্থা যেমন ফোনপে, ভারতএ, পেটিএম, গুগলপেও রয়েছে। ভারতের মোট ইউপিআই লেনদেনের ৯০ শতাংশ লেনদেন সীমাবদ্ধ রয়েছে এই সমস্ত প্লাটফর্ম গুলিতে।
এক্ষেত্রে টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে আরও বিস্তারিতভাবে জানানো হয়েছে যে, প্রথমে এফআইআর সিস্টেমের মধ্যে দিয়ে মোবাইল নম্বরগুলিকে চিহ্নিত করা হবে। তারপর যদি তারা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম ভঙ্গ করে বা কোনো সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই নম্বর গুলিকে তিনটি ভাগে ভাগ করা হবে। পরবর্তীতে স্টেক ফোল্ডারদের কাছে এই তালিকা পাঠিয়ে দেওয়া হবে। যার ফলে এই ঝুঁকিপূর্ণ যে সমস্ত মোবাইল নম্বর রয়েছে, সেখানে ইউপিআই লেনদেন বন্ধ করা হয়।