প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার ভারতের জন্য এলো বড়সড় দুঃসংবাদ। যে খবর সামনে আসতেই নিরীহ রোগী থেকে শুরু করে যারা নিত্য প্রয়োজনীয় ওষুধ খান, তাদের চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে। যেখানে গোটা দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ট্যাবলেট, ক্যাপসুল থেকে শুরু করে ইনজেকশনের মত প্রচুর ওষুধ ফেল হয়ে গেল।

প্রসঙ্গত, প্রত্যেক মাসে গোটা দেশজুড়ে ওষুধের গুণমান যাচাইয়ের পরীক্ষা করা হয়। আর সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবে যে পরীক্ষা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, গোটা দেশের ১৯৮ টি ওষুধ ফেল হয়ে গিয়েছে। যার ফলে মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধ যদি এইভাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল হতে শুরু করে, তাহলে সাধারণ মানুষ কি করে ভরসা রেখে এই সমস্ত ওষুধ খাবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। মানুষের জীবনধারণের ন্যূনতম নিরাপত্তাটুকু যদি না থাকে, তাহলে তারা কোথায় যাবেন, তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা।

আশ্চর্যজনকভাবে যে সমস্ত ওষুধ জাল হিসেবে প্রমাণিত হয়েছে, তারা আবার অন্য কোনো সংস্থার নাম দিয়ে তাদের সেই ওষুধ চালানোর চেষ্টা করেছে। যার পরিপ্রেক্ষিতে সেই সংস্থা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সংস্থার নাম জাল করেই বানানো হয়েছে এই ওষুধ। এমনকি অনেক ওষুধের মধ্যে দূষিত তরল পদার্থ রয়েছে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দিয়েও বানানো হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।