প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন যেন আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই সেখানে এক পড়ুয়ার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কেন কিভাবে এক ছাত্রীর মৃত্যু হলো, তা নিয়ে আজও ধোঁয়াশা কাটছে না। এর আগেও এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে উঠে এসেছে। বারবার করে কেন এই ঐতিহ্যমন্ডিত বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটছে, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের ভেতরের পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। আর তার মধ্যেই আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হলো বড় নির্দেশ।

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যেখানে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে, পুজোর ছুটির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো হোস্টেল খোলা রাখা যাবে না। এক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে সেই হোস্টেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, পুজোর ছুটির মধ্যে কোনো বহিরাগত যাতে বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে না পারে, তা নিয়েও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

শুধু তাই নয়, পুজোর ছুটির পরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আর তারপরেই আদালতকে রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুজোর ছুটির মধ্যে যাতে আর কোনো অরাজক পরিস্থিতি না ঘটে, তার জন্যই কলকাতা হাইকোর্টের এত বড় নির্দেশ। যেখানে আদালত স্পষ্ট ভাষায় পূজোর ছুটির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো হোস্টেল খোলা রাখা যাবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।