প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
১৭ তম ব্রিকস সম্মেলনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। আর সেখানে গিয়েই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিরা যাতে আরও বেশি করে আন্তর্জাতিক শাসনব্যবস্থা সঙ্গে সংযুক্ত হন, তার জন্য বড় দাবি করলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর মুখ থেকে এটাও শোনা গেল যে, বর্তমানে বিশ্বের অর্থনীতিতে যে সমস্ত দেশ বড় বড় ভূমিকা নিচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তাদের কোনো জায়গা নেই। যার ক্ষেত্রে কিছুটা হতাশাও প্রকাশ করলেন তিনি। ঠিক আর কি কি বললেন ভারতের প্রধানমন্ত্রী?

বলা বাহুল্য, বর্তমানে ১৭ তম ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই গ্লোবাল সাউথ এর ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, “গ্লোবাল সাউথ ছাড়া এই প্রতিষ্ঠানগুলোকে এখন যেন মনে হয়, সিমকার্ড আছে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। বিশের শতকে তৈরি হওয়া বৈশ্বিক প্রতিষ্ঠানগুলিতে আজকের দিনে বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষের প্রতিনিধিত্ব নেই। যেসব দেশ আজকের বিশ্ব অর্থনীতিতে মুখ্য ভূমিকা নিচ্ছে, তাদের কোনো জায়গা নেই সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। এটা শুধু প্রতিনিধিত্বের প্রশ্ন নয়, বরং বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতার প্রশ্নও বটে।” পাশাপাশি বিশের শতকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি গঠিত হয়েছিল, তারা একুশ শতকের সমস্যা সামাল দিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী।

তবে এখানেই থেমে থাকেননি নরেন্দ্র মোদী। ব্রিকসের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পরিবর্তনের সঙ্গে কি করে সকলে খাপ খাওয়াচ্ছে, কি করে সকলে এগিয়ে যাচ্ছে এই বর্তমান যুগে, সেই কথাও ব্যাখ্যা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ব্রিকসের প্রশংসা করে তিনি বলেন, “ব্রিকস সম্প্রসারিত হয়েছে, নতুন বন্ধুরা যোগ দিয়েছেন, এটা প্রমাণ করে, আমরা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারি। এখন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব উন্নয়ন ব্যাংকগুলোর মত প্রতিষ্ঠান সংস্কারের জন্য একই ইচ্ছাশক্তি দরকার।” আর ভারতের প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে গিয়ে এই সমস্ত বক্তব্য রীতিমত সাধুবাদযোগ্য এবং যুগান্তকারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।