প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিকাশ ভবনের সামনে যে সমস্ত চাকরিহারারা বসে রয়েছেন, তাদের আন্দোলন নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের। আর এই পরিস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বাইরের লোক বেশি রয়েছেন বলে মন্তব্য করেছেন। আর তার সেই মন্তব্যের বিরুদ্ধে এবার পাল্টা মন্তব্য করলেন এক চাকরিহারা।
প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে এক চাকরিহারা ব্যক্তিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “উনি নিজের চোখে এসে একবার দেখে যান, এখানে যারা আছেন, তারা প্রত্যেকেই যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। বাইরে আন্দোলনকারীদের পরিবাররা রয়েছেন। তাছাড়া বাইরের কাউকে পাবেন না। আর এখানে উনি কেন এই ধরনের মন্তব্য করছেন? একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার তো উচিত, আমরা যে শোচনীয় পরিস্থিতিতে রয়েছি, সেটা নিয়ে আপনার সমব্যথী হওয়া উচিত। আর সরকারের সর্বোচ্চ পদে থেকে আপনারা আমাদের জন্য কি কি করেছেন, সেটা নিয়ে এখানে এসে বার্তা দেওয়া উচিত।”