প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে সংগঠন চাঙ্গা করছে রাজ্যের সব রাজনৈতিক দল। এর মধ্যেই উত্তর ২৪ পরগণার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ হঠাৎই নিজের পদ থেকে ইস্তফা দিলেন। জানা গেছে, গত ৫ মে তিনি বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন, যা মঙ্গলবার গৃহীত হয়।

উমার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়ো এসসি শংসাপত্র ব্যবহার করে পঞ্চায়েত প্রধানের পদ দখল করেছিলেন। এই অভিযোগ ঘিরে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটি’ কলকাতা হাইকোর্টে মামলা করে। এর পরই পদত্যাগ করেন উমা। যদিও তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাই এই সিদ্ধান্ত।

উমা ঘোষ বলেন, “দলকে আগেই জানিয়েছিলাম, তাঁরা আমাকে ছাড়তে চাইছিলেন না। আমি কৃতজ্ঞ। তবুও দায়িত্ব পালন সম্ভব নয় বুঝেই ইস্তফা দিয়েছি।” তবে আদালতের মামলার বিষয়ে তিনি মুখ খুলতে চাননি।

অন্যদিকে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এসসি সার্টিফিকেট জাল বলে তাঁরা অভিযোগ করেছিলেন। তবে উমা ঘোষ ঠিক কী কারণে ইস্তফা দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচন পূর্ব সময়ে এই ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।