প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যেতেই চাকরিহারা ব্যক্তিরা আন্দোলনে নেমে পড়েন। বিকাশ ভবনের সামনে তাদের আন্দোলন চলছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল সরকারের ওপর সবথেকে বড় চাপ প্রয়োগের খেলা শুরু করে দিলেন সেই চাকরিহারা ব্যক্তিরা।
সূত্রের খবর, এদিন চাকরিহারা ব্যক্তিরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিন্তু কেন এই বিক্ষোভ? চাকরিহারাদের বক্তব্য, রাজ্যের পক্ষ থেকে বারবার তাদের স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বেশ কিছু জেলায় যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে তাদের মধ্যে অনেকেরই নাম নেই। ফলে রাজ্যের বক্তব্যের সঙ্গে তারা কোনো মিল খুঁজে পাচ্ছেন না। আর সেই কারণেই তারা এবার বাধ্য হয়েই শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এই বিক্ষোভ করতে শুরু করেছেন।
এদিন এই ব্যাপারে এক চাকরিহারা শিক্ষক বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ১৭ হাজার ২০৬ জনের স্কুলে ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যে মাত্র ১৫ হাজার শিক্ষক স্কুলে যেতে পারছেন। তারা বারবার বিভিন্ন দপ্তরে যাচ্ছেন, কিন্তু সকলেই তাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন। শিক্ষা দপ্তর জানেন যে, তারা স্কুলে যাচ্ছেন, সময় মত বেতন পাচ্ছেন। কিন্তু এখনও অনেকেই স্কুলে যোগ দিতে পারেননি।”
বিশেষজ্ঞরা বলছেন, নবান্ন চাকরিহারাদের এই বিক্ষোভে এমনিতেই যথেষ্ট বিড়ম্বনার মুখে। তবে এবার সেই চাকরিহারারা রাজ্যের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যে প্রতিমুহূর্তে ভঙ্গ হচ্ছে, তার তথ্য সামনে এনে শিক্ষামন্ত্রী বাড়ির সামনেই বিক্ষোভ শুরু করে দিলেন। যার ফলে যতই চাকরিহারাদের বিক্ষোভকে রাজনৈতিক প্ররোচনামূলক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক সরকার, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এই বিক্ষোভ এযাবৎকালের মধ্যে সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তৃণমূল সরকারের কাছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।