প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়া শিক্ষক-শিক্ষিকারা বর্তমানে বিকাশ ভবনের বাইরে অবস্থান আন্দোলনে রয়েছেন। বৃহস্পতিবার তাদের ওপর পুলিশের লাঠিচার্জ ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। আবার পুলিশের পক্ষ থেকে তারপর সাফাই দিয়ে পুলিশ সংযত থাকলেও, আন্দোলনকারীদের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়। এমনকি যাদেরকে মারা হয়েছে, সেই শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধেই এবার মামলা রুজু করা হবে বলে শোনা যাচ্ছে। আর সেই বিষয় নিয়ে এবার আসল সত্যকে ঢাকতেই এই ধরনের মামলা করা হবে বলেই জানিয়ে দিলেন এক চাকরিহারা ব্যক্তি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে এক চাকরিহারা ব্যক্তিকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে এখন মামলা রুজু হবে। তারা এখন বলবেন, আমরা এই করেছি, ওই করেছি। তাদেরকে পিটিয়েছি। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদেরকে যেভাবে পিটিয়েছে, সেটাকে তো ঢাকতে হবে। সবাই তো লাইভে দেখে নিয়েছে, কিভাবে অন্যায় করা হয়েছে। তাই এটাকে ঢাকার জন্য যা যা ব্যবস্থা করতে হয়, তা ওনারা করবেন।”