প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ অনেকদিন ধরেই জল্পনা চলছিল তার দলবদল নিয়ে। অবশেষে সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তার দলবদলের পরেই তাকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। আর এই পরিস্থিতিতে জন বার্লার এই দল বদল অত্যন্ত চিন্তার বিষয় বলেই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “অনেকদিন ধরেই শুনছিলাম চলে যাবেন, চলে যাবেন। এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছেন, এটা পার্টিকেও ভাবতে হবে। চিন্তার বিষয়। যে লোকটা এসেছিল, তার ট্রেড ইউনিয়ন আছে, তাতে বিজেপি লাভও পেয়েছিল। তাকে আমরা সম্মান দিয়েছি। মন্ত্রী করেছি। যে কোনো কারণে চলে গেছেন, কিন্তু তাতে তো রাজনীতির ক্ষতি হবে। তার পেছনেও লোক রয়েছে। এই ধরনের ঘটনা ঘটা অত্যন্ত চিন্তার বিষয়। আশা করছি, পর্যালোচনা হবে।”