প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারা ব্যক্তিদের যে আন্দোলন চলছে, তা সম্প্রতি মারাত্মক আকার ধারণ করে। যেখানে গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় শিক্ষকদের ওপর। যাকে কেন্দ্র করে রীতিমত সোচ্চার হয়েছে রাজ্যবাসী। আর এই পরিস্থিতিতে পুলিশের বেশে তৃণমূলের গুন্ডারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে বলেই অভিযোগ করলেন এক চাকরি হারা ব্যক্তি।

প্রসঙ্গত, এদিন পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হন এক চাকরিহারা ব্যক্তি। যেখানে তিনি বলেন, “পুলিশের পোশাক পড়ে রাজনৈতিক দলের কয়েকজন গুন্ডা বড় বড় লাঠি নিয়ে প্রত্যেককে মেরেছে। একজন পুলিশের আইডেন্টি কার্ড দেখাতে বললাম, দেখাতে পারেননি। ভেতরে ঢুকে গেলেন। এখানে পুলিশের মত তৃণমূলের গুন্ডারা এসে অত্যাচার চালিয়েছে। শুধু পুলিশ নয়, পুলিশের সঙ্গে তৃণমূলের গুন্ডারাও অত্যাচার করে মেরে অনেকের হাত পা ভেঙে দিয়েছে।”