প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের সবথেকে বড় শত্রু এখন তৃণমূল। বিজেপিকে আক্রমণ করা তো দূরের কথা, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠী যেভাবে বিভক্ত হয়েছে, তাতে ২০২৬ এর নির্বাচনে একে অপরকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অন্তত তেমনটাই বলে বিরোধীরা। আর এবার বরানগরে দুই তৃণমূল নেতার অশ্লীল গালিগালাজ এবং হুমকির যে অডিও ফাঁস হয়ে গেল, যে অডিও ফাঁস করে দিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, তা নিয়ে রীতিমত বিড়ম্বনার মুখে ঘাসফুল শিবির।

জানা গিয়েছে, ইতিমধ্যেই বরানগরের দুই তৃণমূল নেতার কথোপকথনের একটি অডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। যেখানে একজন বরানগরের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা শঙ্কর রাউত এবং অপরজন বরানগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের আত্মীয় রাহুল জানা। যেখানে শঙ্কর রাউত প্রচন্ড অশ্লীল ভাষায় সেই রাহুল জানাকে গালিগালাজ এবং হুমকি দিচ্ছেন বলে সেই অডিওতে শুনতে পাওয়া যাচ্ছে। আর এই ভিডিও যেভাবে সামনে এনে দিলেন বিজেপি নেতা সজল ঘোষ, তাতে তৃণমূল এখন কোথায় মুখ লুকোবে, সেটাই লাখ টাকার প্রশ্ন।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, তৃণমূল আছে তৃণমূলেই। একদলের নেতা অপর দলের নেতার কাছ থেকে ঠিকমতো তোলা পাচ্ছে না জন্যেই, ঠিকমত ব্যবসা হচ্ছে না জন্যই একে অপরকে হুমকি দিচ্ছেন। মানুষের কাজের থেকেও বড় কথা, নিজেদের পকেট ভরানো। দুই তৃণমূল নেতার এই অডিওতে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, তাতেই স্পষ্ট, এরা চরম জনবিরোধী কাজকর্মে লিপ্ত হয়ে পড়েছে। তাই আগামী দিনে তৃণমূলের এই মুখোশ খুলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে জনতা বলেই দাবি গেরুয়া শিবিরের।

বিশেষজ্ঞদের মতে, এবার কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই অডিও কতটা সত্যি, তা সময় বলবে। কিন্তু যেহেতু তা ফাঁস হয়ে গিয়েছে, যেহেতু তা প্রকাশ্যে চলে এসেছে, তাই দুই গুণধর নেতার একে অপরের উদ্দেশ্যে হুমকি এবং অশ্লীল গালিগালাজ নিয়ে ঠিক আদৌ কোনো কড়া পদক্ষেপ নেবেন তৃণমূল নেত্রী? মুখে সুশাসনের কথা বললেই তো হয় না। কখনও কখনও তার প্রমান দিতে হয়। তাহলে নিজের দলের দুই সম্পদ যেভাবে একে অপরের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন এবং হুমকি দিচ্ছেন, তাতে কি করেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।