প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– মানুষের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তাই এবার ভোট দিতে আসার সময় যদি কেউ মোবাইল ফোন নিয়ে আসেন, তাহলে সেই মোবাইল ফোন জমা রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনের সময় থেকেই এই বড় পদক্ষেপ নিতে চলেছে কমিশন বলেই খবর।

জানা গিয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, এবার থেকে ভোটার ভোট দিতে আসার সময় যদি মোবাইল ফোন নিয়ে আসেন, তাহলে তার নির্ধারিত কাউন্টারে জমা রাখতে পারবেন। পরবর্তীতে ভোট দিয়ে তাদের আঙুলে কালি লাগানোর পর তারা সেই কাউন্টার থেকে নিয়ে যেতে পারবেন নিজেদের মোবাইল ফোন। একাংশ বলছেন, বুথে ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করতেই এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতেই কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বলা বাহুল্য, অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিভিন্ন জায়গায় ভোট দেওয়ার পর মোবাইলে সেই ছবি তুলে বিভিন্ন রাজনৈতিক দলকে তার প্রমাণ দেন বিভিন্ন স্তরের মানুষ। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় কোথায় ভোট দিয়েছেন, তা মোবাইলে ভিডিও করে পোস্ট করেন। যা অনেক ক্ষেত্রেই সংসদীয় রীতিনীতি এবং গণতন্ত্রকে লংঘন করে বলে অভিযোগ একাংশের। তাই সেদিক থেকে বুথে মোবাইল ফোন নিষিদ্ধ করতে এবং যদি কেউ মোবাইল ফোন নিয়ে আসেন, তাহলে তা সুরক্ষিত ভাবে জমা রাখতে কমিশনের এই সিদ্ধান্ত অত্যন্ত সাধুবাদ যোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।