প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্য দুষ্কৃতীদের আঁতুড়ঘর হয়ে গিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা যে কিছু নেই, তা গতকালের ঘটনার পর স্পষ্ট হয়ে গিয়েছিল। আরজিকরের পর আবার দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। তবে শুধু দুর্গাপুর নয়, গোটা রাজ্যের মানুষ চমকে উঠছেন, শুভেন্দু অধিকারী আরও একটি ঘটনা সম্পর্কে যে তথ্য দিলেন, সেই তথ্য শুনে। এমনটাও কি হতে পারে? কোথায় বাস করছি আমরা? কোন রাজ্যে বাস করছি আমরা? যেখানে বিন্দুমাত্র মানবিকতা বোধ বলে কিছু নেই! কি করে কিছু অংশের মানুষ এত বড় সাহস পেয়ে যাচ্ছেন? নাতনির বয়সী মেয়ের সঙ্গে কি করে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন এক ব্যক্তি? দুর্গাপুরের পাশাপাশি উত্তরবঙ্গের রাজগঞ্জেও একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। আর সেই তথ্য পেশ করে রীতিমত গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল যখন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক তরুণীর গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য, ঠিক তখনই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি আরও একটি ভয়ংকর তথ্য পেশ করেন। তিনি দাবি করেন যে, শুধু দুর্গাপুর নয়, রাজগঞ্জেও একটি নৃশংস ঘটনা ঘটেছে। যেখানে ডালিম মহম্মদ নামে ৬১ বছরের এক বৃদ্ধ স্কুলে পড়া এক নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণ করেছেন। শুধু তাই নয়, সেই নাবালিকা শিশু কন্যা পেটের যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর চিকিৎসক পর্যন্ত আশঙ্কিত হয়ে জিজ্ঞাসা করেছেন যে, মা, তোমার এই সর্বনাশ কে করলো? তাই চারিদিকে এই সরকারের আমলে যে সমস্ত ডালিম মহম্মদরা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে এবার রাজ্যের মানুষকে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়ে সরাতে হবে বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মানবিকতা বোধ ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে? এই রাজ্যে কি আমরা সত্যিই নিরাপদ? যেখানে হাঁটুর বয়সী নাতনী সমতুল্য শিশু কন্যাকে পর্যন্ত একজন বৃদ্ধ রেয়াত করে না, সেখানে কোন রাজ্যে বাস করছি আমরা! এই প্রশ্ন তো ওঠা অত্যন্ত স্বাভাবিক। কেন যত দিন যাচ্ছে, ততই মহিলা মুখ্যমন্ত্রীর আমলের এই ধরনের নৃশংস ঘটনা ঘটার প্রবণতা বাড়তে শুরু করেছে? কোথায় প্রশাসনের ভূমিকা? কেন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যাতে এই সমস্ত ঘটনা বন্ধ করা যায়! তাহলে কি প্রশাসনের ঢিলেমি মনোভাবই একের পর এক নারী নির্যাতনের ঘটনার ঘটার পেছনে প্রধানভাবে দায়ী? শুভেন্দু অধিকারী দুর্গাপুরের ঘটনার পাশাপাশি রাজগঞ্জে এক শিশু কন্যার সঙ্গে যে ভয়ংকর ঘটনা ঘটে গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে তথ্য দিয়ে সোচ্চার হলেন, তারপর সব থেকে বেশি সেই প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।