প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলা যে কেন্দ্রের এবার পাখির চোখ, এই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের ব্যাপারে যে কেন্দ্রীয় বিজেপি প্রচন্ড জোর লাগিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে সুর চওড়া করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের আগে তিনি যে আরও একাধিকবার রাজ্যে আসবেন, সেই ব্যাপারে নিশ্চিত বিজেপি নেতৃত্ব। সম্প্রতি তার আবার বঙ্গ সফরের খবর পাওয়া যাচ্ছিল। তবে তা নিয়ে পাকাপাকি কোনো খবর ছিল না কারও কাছেই। অবশেষে সামনে এলো বড় খবর। যেখানে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার হাত ধরেই সূচনা হতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের।
জানা গিয়েছে, ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার তিনি শহরবাসীর জন্য বড়সড় সুখবর নিয়েই আসছেন। কিন্তু কবে আসছেন প্রধানমন্ত্রী? যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আগামী ২২ আগস্ট কলকাতায় পা রাখবেন নরেন্দ্র মোদী। এবার তার বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি রয়েছে। যেখানে নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো সংযোগের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও যে প্রত্যাশা শহরবাসীর মধ্যে ছিল যে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটি মেট্রো সংযোগ করা হোক, সেটিরও উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। স্বাভাবিকভাবেই বাংলার জন্য এবার বড়সড় উপহার নিয়ে আসতে চলেছেন নরেন্দ্র মোদী।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরের খবর সামনে আসতেই রীতিমত উজ্জীবিত গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষরাও ব্যাপক খুশি। কারণ, এতদিন এই মেট্রো স্টেশন গুলির সংযোগ না হওয়ার কারণে অনেকেরই যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেক্ষেত্রে আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী বঙ্গ সফরে যদি এই সমস্ত ক্ষেত্রে উদ্বোধন হয়, তাহলে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে আমজনতার। তবে প্রধানমন্ত্রী শুধুমাত্র সরকারি কর্মসূচিতেই বা মেট্রো সংযোগের উদ্বোধন করতেই রাজ্যে আসছেন, নাকি তিনি রাজনৈতিক সভা করবেন, তা নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।