প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– ভারতে এখনও সেভাবে করোনার প্রভাব না পড়লেও, সিঙ্গাপুরের মত দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন সব রকম সচেতনতামূলক প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত সরকার‌। আর এর মধ্যেই যে খবর পাওয়া গেল, তাতে নতুন যে রোগের প্রাদুর্ভাব আসতে চলেছে, তা যদি করোনার মতই মারাত্মক হয়ে দাঁড়ায়, তাহলে তার প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে। অন্তত তেমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কি সেই রোগ?

সূত্রের খবর, ইতিমধ্যেই ইংল্যান্ডের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এবং প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য সংস্থা একটি ভাইরাসের সন্ধান পেয়েছে। জানা গিয়েছে, ব্রিটিশ মশার মধ্যে ওয়েস্ট নীল ভাইরাসের জেনেটিক উপাদান পাওয়া গিয়েছে। আর তা নিয়েই বাড়ছে চিন্তা। যেখানে এই ভাইরাস মূলত পাখিদের মধ্যেই ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে সেই পাখিদের যে সমস্ত মশা কামড়ায়, সেই মশার মাধ্যমে তা মানুষ এবং ঘোড়াদের মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই এই ভাইরাস ইউরোপ, আমেরিকা, আফ্রিকা অস্ট্রেলিয়ার বেশ কিছু অংশে দেখতে পাওয়া গিয়েছে। তবে ধীরে ধীরে তা প্রসারিত হওয়ায় বাড়ছে চিন্তা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস নিয়ে চিন্তা করার তেমন কিছুই নেই। কারণ এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে তাদের মধ্যে তেমন উপসর্গ দেখতে পাওয়া যায় না।

এক্ষেত্রে করোনার মতই জ্বর, মাথাব্যথা থাকে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যান।তবে পরিস্থিতি যাই হোক না কেন, একদিকে যখন করোনা চিন্তা বাড়াচ্ছে, তখন এই ওয়েস্ট নীল ভাইরাস গোঁদের ওপর বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে মানব জীবনে। তাই এখন থেকেই গোটা ব্যাবস্থার ওপর চলছে বাড়তি নজরদারি।