প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– মুখেই বড় বড় ডায়লগ দেয় পাকিস্তান। কিন্তু তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো সিদ্ধান্ত নিলে তারা যে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে না, তা ভারতের একটি পদক্ষেপেই স্পষ্ট হয়ে গিয়েছে। তবে শুধু ভারত নয়, এবার আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিতে চলেছে, তাতে তাদের কোমর ভেঙে যাওয়ার উপক্রম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কি সেই সিদ্ধান্ত?
প্রসঙ্গত, আফগানিস্তানের প্রধান নদী হচ্ছে কুনার নদী। আর এই নদী পাকিস্তানের জালালাবাদে গিয়ে কাবুল নদীতে মিশে যায়। আর পাকিস্তানকে টাইট দিতে এবার সেই নদীতে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর একবার বাদ দিয়ে দিলে পাকিস্তানে কোনোমতেই সেই জল যাবে না। আর আফগানিস্তানের এই একটি মাত্র পদক্ষেপে চিন্তায় রাতের ঘুম উড়েছে পাকিস্তানের।
এদিন বাঁধ পরিদর্শন করেন আফগানিস্তানের তালিবান সরকারের সেনা জেনারেল মুবিন। এদিন তিনি বলেন, “কুনার নদীতে প্রবাহিত জল আমাদের রক্ত। আমরা এটাকে প্রবাহিত হতে দেব না। আমাদের আমাদের জল আটকাতে হবে। এতে আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ হবে এবং আমরা আমাদের কৃষি কাজে ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারব।”
বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান যদি সত্যিই এই পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানের কাছে আর কিছু করার নেই। এর ফলে তাদের এতদিনের বাতেলাবাজি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একে তো ভারতের পদক্ষেপে পাকিস্তান নাজেহাল। তার মধ্যে আফগানিস্তানের এই বাঁধ দেওয়ার সিদ্ধান্ত সত্যিই কোমর ভেঙে দেবে পাকিস্তানের।