প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই নিজের এতদিনের যে বক্তব্য ছিলো, তাতে অনড় থেকে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবীর। বিভিন্ন মহলে চর্চার বিষয়ে একটাই যে, হুমায়ুন কবীর এই নতুন দল, তার নাম কি দেবেন? ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে, তার এই নতুন দলের নাম হতে পারে জনতা উন্নয়ন পার্টি। তবে এর পাশাপাশি আরও একটি প্রশ্ন রয়েছে যে, নতুন দল গঠন করলে তো তার একটা প্রতীক লাগবে। তাহলে তিনি তার প্রতীক হিসেবে কোন চিহ্ন রাখবেন? ইতিমধ্যেই নিজের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। পাশাপাশি তার দলের যে পতাকা হবে, সেই ব্যাপারেও বড় ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

প্রসঙ্গত, আজ গোটা রাজ্যবাসীর নজর রয়েছে মুর্শিদাবাদ জেলার দিকে। কারণ আর কিছু সময় পরেই হুমায়ুন কবীর তার নতুন দলের ঘোষণা করবেন এবং প্রকাশ্য মঞ্চ থেকে তিনি একাধিক মন্তব্য করতে পারেন বলেও খবর। এতদিন হুমায়ুনবাবু দাবি করে এসেছেন যে, তিনি যে দল গঠন করবেন, সেখানে তিনি প্রচুর মানুষকে শামিল করবেন। এমনকি প্রথম যে সভা করবেন, সেখানে তিনি এত লোকের জমায়েত করবেন, যা আগে মুর্শিদাবাদ জেলা কোনোদিন দেখিনি। আর এই পরিস্থিতিতে তার নতুন দলের কি নাম হবে, তা নিয়ে একটি খবর সামনে এসেছে। তবে প্রতীক নিয়ে কি ভাবছেন হুমায়ুন কবীর?

এদিন নতুন দলের প্রতীক নিয়ে হুমায়ুন কবীর বলেন, “নির্বাচন কমিশন তো এত তাড়াতাড়ি লোগো দেবে না। তবে টেবিল আমার পয়া। যদি টেবিল না পাই, তাহলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়বো। এ তো পদ্মফুল আর ঘাসফুল, তার পাশাপাশি কাঁটাওয়ালা ফুল। গোলাপ ফুল। কোন ফুল মানুষ বেছে নেয়, তা আগামী দিন দেখা যাবে।”