প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যখন শুভেন্দু অধিকারীকে জব্দ করতে পারছে না, তখন শেষ একটা চেষ্টা করার কৌশল নিয়েছে তারা। তৃণমূল খুব ভালো মতই জানে যে, শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন, তাতে তিনি এবার পরিবর্তনের লক্ষ্যে অটল এবং যেভাবেই হোক, তিনি পরিবর্তন করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। আর যেভাবে শুভেন্দু অধিকারী এবং বিজেপি লড়াই করছে, তাতে তৃণমূল এবার আদৌ ক্ষমতায় আসতে পারবে কিনা, সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এসবের মধ্যেই কিছুদিন আগে মালদহে গিয়ে প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন, তাতে বেজায় চটেছেন সেই প্রসূনবাবু। মানহানির মামলা করেছিলেন তিনি। আর এবার সেই মামলার পরিপ্রেক্ষিতেই চাচোল থানার পক্ষ থেকে ডেকে পাঠানো হলো রাজ্যের বিরোধী দলনেতাকে। যদিও বা যে শুভেন্দু অধিকারী এর থেকেও অনেক বড় বড় মামলায় জিতেছেন এবং ন্যায়ের পক্ষে থেকে জিতেছেন, সেই শুভেন্দু অধিকারীকে এই মামলায় থানার পক্ষ থেকে ডাকা হলেও, তিনি যে একে পাত্তাই দিচ্ছেন না, তা দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়েই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মালদহে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বেশ কিছু মন্তব্য করেন। আর সেটা নিয়েই বেজায় চটে যান প্রসূনবাবু। পরবর্তীতে থানায় গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। আর তার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার চাচোল থানার পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই এবার আদালতে শুভেন্দু অধিকারীর মুখোমুখি হতে হবে। যেভাবে তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা তার বিরুদ্ধেই বড় মামলা করতে চলেছেন‌। আর তার মাঝেই এবার পাল্টা শুভেন্দু অধিকারীকে চাপে রাখার জন্য তৃণমূলের এই সমস্ত চুনোপুটি নেতাদের এমন কৌশল। তবে এসবে শুভেন্দু অধিকারী ভয় পান না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত, সেখানে তৃণমূলের আর অন্য কোনো বড় অস্ত্র নেই বলেই দাবি করছে বিরোধীরা।

তবে তৃণমূল নেতার দায়ের করা মামলা এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের এই অতি সক্রিয় মনোভাব দেখে মোটেই আশ্চর্য হচ্ছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকরা গতকাল তিনি যখন ঝাড়গ্রামে ছিলেন, তখন তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন। আর তার উত্তরে একটি বাক্যও খরচ করলেন না শুভেন্দু অধিকারী। শুধুমাত্র নিজের বডি ল্যাঙ্গুয়েজে তিনি বুঝিয়ে দিলেন, তিনি এই সময়ের সঙ্গে লড়াই করেই উঠে এসেছেন। তাই এই সামান্য মামলা তাকে দমাতে পারবে না। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে শুভেন্দুবাবু স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে, পুলিশ তাকে নোটিশ পাঠালেও এবং ডেকে পাঠালেও, কেউ তার কিচ্ছু করতে পারবে না।এক কথায় কাঁচকলা করবে বলেই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।