প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সোশ্যাল মিডিয়া প্ল্যিটফর্ম নিষিদ্ধ করণের প্রতিবাদে গোটা নেপাল জুড়ে যুব সমাজের যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা বর্তমানে বিধ্বংসী আকার নিয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতির চাপে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত পদত্যাগ করেছেন। গোটা নেপালের দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী। গতকাল রাত থেকেই তারা ময়দানে নেমে পড়েছে। কিন্তু তারপরেও অশান্তি থামছে না নেপালে। এবার প্রখ্যাত পশুপতিনাথ মন্দিরে ভাঙচুরের চেষ্টা চালানো হলো বিক্ষোভকারীদের তরফে। যার ফলে পদক্ষেপ গ্রহণ করলো সেনা বাহিনী।
প্রসঙ্গত, গতকাল থেকেই নেপালের দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী। আজ সন্ধ্যে পর্যন্ত কারফিউ বলে জানানো হয়েছে। আগামীকাল সকাল থেকে আবার সেই কারফিউ শুরু হবে। তবে এর মাঝেই পশুপতিনাথ মন্দিরে ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। যার ফলে মন্দির সংলগ্ন এলাকার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী। শুধু তাই নয়, বর্তমানে যাতে কোনোরূপ অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য দর্শনার্থীদের জন্য আপাতত মন্দিরের দরজা বন্ধ রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নেপালে এখনও কেন পরিস্থিতি শান্ত হচ্ছে না, তার কারোরই জানা নেই। কেননা সরকারের বিরুদ্ধে প্রধান ক্ষো ছিল বিক্ষোভ কারীদের। কিন্তু পরিস্থিতির চাপে তো সরকারের সমস্ত মন্ত্রী থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দিয়েছেন। এমনকি রাষ্ট্রপতিও পদত্যাগ করেছেন। তারপরেও বিক্ষোভকারীরা যেভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বালাতে শুরু করেছেন এবং মন্দির পর্যন্ত বাকি রাখছেন না, তাতে তাদের ভূমিকা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিক্ষোভ কারীদের এই ক্ষোভ কবে প্রশমিত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।