প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রায় এক বছরের বেশি সময় ধরে অভয়ার যে মর্মান্তিক ঘটনা, তার বিরুদ্ধে এই রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছে। নবান্ন অভিযান করেছেন অভয়ার মা-বাবাও। কিন্তু বিচারের বাণী এখনও পর্যন্ত নীরবে নিভৃতে কাঁদছে। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল ফেড খবরের শিরোনামে উঠে আসে এই রাজ্যের বুকে ঘটে যাওয়া আরও এক মর্মান্তিক ঘটনা। যেখানে আরজিকর কাণ্ডের মতই দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যে ঘটনায় রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। বিরোধীরা প্রতিবাদে পথে নেমেছে। প্রশ্ন উঠছে যে, আরজিকরের পরেও কি করে এই ধরনের ঘটনা এই রাজ্যের বুকে হতে পারে? কোথায় এই রাজ্যের প্রশাসন? আর এসবের মধ্যেই যখন মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন চিহ্ন ছুঁড়ে দিচ্ছেন বিরোধীরা, ঠিক তখনই সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে বিপাকে ফেলে রাজ্যবাসীর কাছে বড় আহ্বান জানালেন আরজিকর কাণ্ডে অভয়ার মা-বাবা।
একসময় নিজেদের মেয়েকে শেষ হতে দেখেছেন তারা। কর্তব্যরত অবস্থায় যেভাবে তার মেয়ের সঙ্গে সর্বনাশ হয়েছে, যেভাবে তার মেয়েকে মেরে ফেলা হয়েছে, তা মা-বাবা হিসেবে তারা এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন না। তাদের দুঃখের সঙ্গে সমব্যাথী হয়ে গোটা রাজ্যবাসী পথে নেমেছিল। কিন্তু বিচারের বাণী পুলিশ হোক বা সিবিআই, কেউই ঠিক মত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বলেই অভিযোগ অভয়ার পরিবারের। তবে এই রাজ্যের বুকে আরজিকর কাণ্ডের পর যে প্রতিবাদ হয়েছিল, তারপরেও আবার যেভাবে দুর্গাপুরে এই ধরনের ঘটনা ঘটে গেল, তাতে রাজ্য প্রশাসনের ঢিলেমি মনোভাবের জন্যেই যে বারবার করে এই রাজ্যে এই সমস্ত ঘটনা ঘটছে, সেই কথা উল্লেখ করে এবার সকল রাজ্যবাসীকে প্রতিবাদে পথে আসার আহ্বান জানালো অভয়ার পরিবার।
ইতিমধ্যেই দুর্গাপুরে এই গণধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। আর তার মাঝেই রাজ্যবাসীকে ঘরে বসে না থেকে এবার সেই প্রতিবাদের সামিল হওয়ার আহ্বান জানালো অভয়ার পরিবার। এদিন অভয়ার মা এবং বাবা দুজনেই বলেন, “এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এখন রাজ্যবাসীকে পথে আনতে হবে। আর এই রাজ্যে যে মহিলাদের নিরাপত্তা বলতে কিছু নেই, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হতে হবে।” অর্থাৎ একদিকে যখন আরজিকর কাণ্ডের দগদগে স্মৃতি এখনও পর্যন্ত টাটকা হয়ে রয়েছে, তার মধ্যেই দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা রীতিমত রাজ্য প্রশাসনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আর তার মধ্যেই গোদের ওপর বিষফোঁড়া হিসেবে যেভাবে সেই প্রশাসনের বিরুদ্ধেই রাজ্যবাসীকে পথে নামার আহ্বান জানালেন অভয়ার মা-বাবা, তাতে প্রতিবাদ যদি আরও জোরালো হয়ে ওঠে তাহলে ২৬ এর আগে ব্যাপক চাপে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।