প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার অনেক আগে থেকেই কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় থাকবে না বলেই ক্রমাগত দাবি করে আসছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যে সেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৪ তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন। তবে তার আগেই বর্ডার এলাকা ফাঁকা হতে শুরু করেছে বলেই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা এখন থেকেই বাংলা ছাড়তে শুরু করেছেন বলেই দাবি করছেন তিনি। এক্ষেত্রে যারা এখনও বাংলা ছাড়েননি, সেই সমস্ত অনুপ্রবেশকারীরা আগামী ৪ তারিখ বিএলওরা বাড়ি বাড়ি যাওয়ার আগেই পালিয়ে যান বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আগামী ৪ তারিখ থেকে মূল কাজ শুরু হবে। যেদিন থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। তবে যারা বাংলাদেশী অনুপ্রবেশকারী, যারা অবৈধ ভোটার, তারা এখন থেকেই রাজ্য ছাড়তে শুরু করেছেন। আর সেই খবর রয়েছে শুভেন্দু অধিকারীর কাছেও। যার ফলে রীতিমত সময়সীমা বেঁধে দিয়ে বিএলওরা বাড়ি বাড়ি যাওয়ার আগেই অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্য ছেড়ে পালিয়ে যান বলেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “প্রায় ২০ থেকে ২৫ শতাংশ মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে। নিউটাউনে কাজের লোকেরা নেই, হাওয়া হয়ে গিয়েছে। এখনও হাতে ২৪ ঘন্টা আছে। ৪ তারিখের আগে পালাও। ৪ তারিখে ফর্ম বিতরণ হওয়ার পরে যে সমস্ত ফর্মগুলো ফেরত আসবে না, তাদের তো বিএসএফ ডিপোর্ট করবে। তারা তো অনুপ্রবেশকারী। অতএব পালিয়ে যান।”