প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এত দিন ধরে রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার যথেষ্ট বিড়ম্বনখর মধ্যে ছিল কলকাতা হাইকোর্টের একটি নির্দেশকে কেন্দ্র করে। যার ফলে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল যেমন প্রকাশিত হচ্ছিল না, ঠিক তেমনই উচ্চশিক্ষায় ভর্তি নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। তবে আজ হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেই বিরাট স্বস্তি পেয়ে গেল রাজ্য সরকার। যার ফলে এবার আর জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনো জটিলতা থাকলো না। পাশাপাশি খুব দ্রুত কলেজগুলোর ভর্তির ক্ষেত্রেও মেধা তালিকা প্রকাশ করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ একটি নির্দেশ দেন। যেখানে তিনি জানিয়ে দেন যে, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির পরিপ্রেক্ষিতে জয়েন্ট এন্ট্রান্সের যে মেধা তালিকা রয়েছে, তা এখনই প্রকাশ করা যাবে না। সে ক্ষেত্রে ৬৬ টি অনগ্রসর শ্রেণীকে নিয়েই সেই মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেন তিনি। পরবর্তীতে রাজ্যের পক্ষ থেকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। আর আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকেই হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়। যার ফলে এবার জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। পাশাপাশি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যে জটিলতা ছিল, যে সমস্যা তৈরি হয়েছিল, সেটিও কেটে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে এবার কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে দ্রুত মেধা তালিকা প্রকাশ হবে বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এতদিন বিরোধীরাও কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা করেছিল। এমনকি রাজ্যের উচ্চশিক্ষাকে এভাবেই সর্বনাশের মুখে ফেলছে তৃণমূল সরকার বলেও কটাক্ষ করতে শুরু করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার ফলে একদিকে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে থাকা এবং অন্যদিকে জয়েন্টের ফলাফল প্রকাশ না হওয়ার ক্ষেত্রে রীতিমত দুই দিক থেকেই চাপে পড়ে যায় রাজ্য। যার ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। আর অবশেষে সুপ্রিম কোর্টে গিয়ে কিছুটা হলেও রাজ্য যে বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট স্বস্তি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।