প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে বানচাল করার জন্য সব রকম চেষ্টা শুরু করে দিয়েছে শাসক দল তৃমূল কংগ্রেস। তাদের নেতাকর্মীরা তো আছেনই, তার পাশাপাশি তাদের যে পরামর্শদাতা গোষ্ঠী, যাকে আইপ্যাক বলে চেনে গোটা রাজ্যের মানুষ, সেই আইপ্যাকের পক্ষ থেকেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। যাতে এসআইআরে সঠিক কাজ না হয়। এমনকি বিডিওদের সঙ্গে গোপনে আইপ্যাকের লোকেরা বৈঠক পর্যন্ত করছেন বলে খবর এসেছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে। তবে শুধু মুখের কথায় নয়, একেবারে তথ্য-প্রমাণ দিয়ে তিনি সেই ছবি এবং ভিডিও দেখাতেও প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এমনিতেই বিরোধীরা অভিযোগ করে যে, এই রাজ্যে প্রশাসনের সঙ্গে তৃণমূল দলের কোনো পার্থক্য নেই। প্রশাসন কিভাবে পরিচালিত হবে, কিভাবে কোথায় কি কাজ করতে হবে, তার সবকিছুই নির্দেশ আসে তৃণমূলের দলীয় দপ্তর থেকে। শুধু তাই নয়, এক্ষেত্রে তৃণমূলের বর্তমান যারা পরামর্শদাতা রয়েছে, আইপ্যাক বলে যে কোম্পানি রয়েছে, তাদের পক্ষ থেকে বিভিন্ন কৌশল এবং পরিকল্পনা স্থাপন করে দেওয়া হয় বলে অভিযোগ। আর বর্তমানে যেভাবে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে তৃণমূল অত্যন্ত চাপে রয়েছে। আর তাদের চাপ কমানোর জন্য মাঠে নেমে পড়েছে সেই আইপ্যাক নামক কোম্পানি। যারা দুপুরবেলা বিডিও অফিসে বসে বিডিওদের সঙ্গে বৈঠক করছেন বলেই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “ইসিআই এবং সিইও অফিসে দাবি করেছি, অবিলম্বে হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য, যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেকটা বিডিও অফিসে বেলা দুটোর সময় আইপ্যাকের লোকেরা বিডিওদের সঙ্গে বসে মিটিং করছেন। আমাদের কাছে ভিডিও, ছবি আছে। আমরা যথাসময়ে নির্বাচন কমিশনের যে দল আসছে, তাদের কাছে শিশির বাজোরিয়া টাইম চেয়েছেন। যদি সময় দেন, আমরা অভিযোগ করব।”