প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত-পাক যুদ্ধের আবহের মধ্যেই জ্যোতি মালহোত্রাকে নিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই পাক গুপ্তচর সন্দেহে তাকে গ্রেপ্তার করে যে জেরা শুরু করেছে এনআইএ এবং আইবি, সেখানে পাওয়া গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চঞ্চল্যকর তথ্য। আর সেই তথ্যের পরেই আশঙ্কা তৈরি হয়েছে যে, এভাবেই ভারতের সর্বনাশ করছে দেশের মধ্যে থাকা কিছু দেশবিরোধী শক্তি। যার ফলে সুবিধে হচ্ছে পাকিস্তানের।
সূত্রের খবর, ইতিমধ্যেই জ্যোতি মালহোত্রাকে জেরা করার কাজ শুরু করেছে এনআইএ এবং আইবি। যেখানে তাকে জেরা করে উঠে এসেছে ভয়ংকর তথ্য। জানা গিয়েছে, ২০২৩ সালে দিল্লিতে পাক হাইকমিশনে ভিসার জন্য গিয়েছিলেন এই জ্যোতি মালহোত্রা।
আর সেখানেই এহসান-এর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার যোগাযোগ হয়। তারপর আলি হাসানের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানে ঘুরতে যান তিনি। শুধু তাই নয় এই আলি হাসানই পাকিস্তানের দুইজন আইএসআই এজেন্টের সঙ্গে জ্যোতির পরিচয় করিয়ে দেন। তারপর তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এই জ্যোতি মালহোত্রা। ইতিমধ্যেই জেরায় তিনি সেই কথা স্বীকার করে নিয়েছেন।
তবে শুধু এখানেই শেষ নয়, জ্যোতি মালহোত্রা যিনি তলায় তলায় পাকিস্তানের আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখে ভারতের সর্বনাশ করেছেন, তার ফোনে একাধিক চাঞ্চল্যকর ভিডিও পাওয়া গিয়েছে। জম্মু-কাশ্মীর এলাকায় নিরাপত্তা বাহিনীর গতিবিধি থেকে শুরু করে বিভিন্ন ভিডিও এই জ্যোতি মালহোত্রার ফোনে রয়েছে।
স্বাভাবিকভাবেই ভারতকে সর্বনাশের মুখে ফেলে দেওয়া এই জ্যোতি মালহোত্রার ন্যাকামির সমস্ত পর্দা এবার ফাঁস করে দিলো তদন্তকারী সংস্থা। তবে জ্যোতির কুকীর্তির এই পর্দাফাঁস এখানেই থেমে যায়, নাকি আরও বড় কোনো গোপন রহস্য বের হয়, সেদিকেই নজর থাকবে সকলের।