প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দুই দেশের সংঘর্ষ বিরতিতে কিছুটা হলেও শান্ত ছিল পরিস্থিতি। কিন্তু আবার কি বাঁধতে চলেছে যুদ্ধ? অন্যের ঘরে বন্দুক ফুটিয়ে, অন্যকে দোষারোপ করাই পাকিস্তানের স্বভাবজাত প্রবৃত্তি, এটা সকলেই জানেন। আর এবার সেই নোংরা খেলায় নেমে সংঘর্ষ বিরতিকে লংঘন করার মরিয়া চেষ্টা চালাতে শুরু করল পাকিস্তান? কেন এমন বলা হচ্ছে! কি ঘটনা ঘটেছে?
সূত্রের খবর, বুধবার বালুচিস্থানের খুঝদার এলাকায় একটি স্কুল বাসে একটি গাড়ি ধাক্কা মারে। আর তার পরেই ঘটে যায় বিস্ফোরণ। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, তাতে ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জন শিশু এবং ২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। অন্যদিকে আহুতের সংখ্যাও প্রচুর। যেখানে ৩৯ জন শিশু এবং ১৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে।
আর এই ঘটনার তদন্ত করতে গিয়েই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে বোমা নিয়ে এই বাসে আত্মঘাতী হামলা করা হয়েছে বলেই জানানো হয়েছে। আর তারপর থেকেই ভারতের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে পাকিস্তান। যদিও বা সেই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে ভারত।
ইতিমধ্যেই বালুচিস্থানে স্কুল বাসে বিস্ফোরণের ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার হয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, “এই বর্বরোচিত হামলায় যারা যুক্ত, তাদের খুঁজে বের করবেই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও তদন্তকারী সংস্থাগুলো। যারা এই অপরাধের ষড়যন্ত্রী, যাদের মদতে এই হামলা ঘটেছে, যাদের জন্য এই হামলা হয়েছে, তাদের দায় নিতে হবে। তাদের আইনের মুখোমুখি হতে হবে। ভারতের চতুরতার সত্যতা তুলে ধরা হবে সকলের সামনে। তারাই সন্ত্রাসবাদের প্রকৃত অপরাধী, কিন্তু ভুক্তভোগী হওয়ার ভান করে। আর তাদের আসল চেহারা প্রকাশ হয়ে গিয়েছে।”
তবে পাকিস্তান যে চরম মিথ্যাচার করছে, ভারতকে দোষারোপ করাই যে তাদের একমাত্র উদ্দেশ্য, তা পাল্টা প্রতিক্রিয়া দিয়ে স্পষ্ট করে দিয়েছে ভারত। যেখানে ভারতের পক্ষ থেকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “খুঝদারের ঘটনায় ভারত যুক্ত বলে যে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, তা খারিজ করা হচ্ছে। এই ধরনের প্রাণহানির ঘটনায় ভারত সমব্যথী। পাকিস্তান নিজে সন্ত্রাসের আতুড়ঘরে পরিণত হয়েছে, তা থেকে নজর ঘোরাতে নিজেদের ব্যর্থতা ঢাকতে, এখন ভারতকে দোষারোপ করছে। নিজের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষ দেওয়া ওদের চরিত্রে পরিণত হয়েছে। দুনিয়াকে বোকা বানানোর এই চেষ্টা ব্যর্থ হবেই।”
আর স্কুল বাসে হামলার পর যেভাবে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে পাকিস্তান, তাতে আশঙ্কা তৈরি হচ্ছে যে, এবার আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন হবে না তো? অন্যের ঘাড়ে বন্দুক ফুটিয়ে পথ চলার যে চেষ্টা পাকিস্তানের রয়েছে, তাতে তারা বড় কোনো চক্রান্তের কৌশল বেছে নেবে না তো? তবে যে পরিস্থিতিই আসুক না কেন, পাকিস্তান যে মিথ্যাচার করছে, নিজেদের দোষ, ত্রুটি ঢাকতেই যে এখন ভারতের বিরুদ্ধে বদনাম শুরু করেছে তারা, তা জানিয়ে দিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিলো ভারতের বিদেশ মন্ত্রক।