প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সন্ধ্যার ব্যস্ত সময়ে মধ্য কলকাতার লেনিন সরণিতে এক তরুণীকে অনুসরণ করে তাঁকে মারধর ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় তরুণী তালতলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত সুরজিৎ দে-কে গ্রেফতার করে।

তরুণীর দাবি, তিনি টিউশন পড়িয়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ লেনিন সরণি ধরে হেঁটে ফিরছিলেন। তখনই একটি স্কুলের সামনে এক মাঝবয়সি ব্যক্তি তাঁর পিছু নেয়। সন্দেহ হওয়ায় তরুণী হাঁটার গতি বাড়ান। কিছুক্ষণ পরে সেই ব্যক্তি তাঁর পথ আটকে দেয় এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। তরুণীর পোশাকও ছিঁড়ে ফেলা হয়।

তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত সুরজিৎকে ধরে ফেলেন এবং মারধর শুরু করেন। এরপর পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। বুধবার শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ৩ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

ঘটনার পর তরুণীকে এন আর এস মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তরুণীর দিদি জানান, ‘‘সন্ধেবেলা এমন ঘটনা আতঙ্কজনক। যদি লোকজন সময়মতো না আসতেন, কী ঘটত ভাবতেই ভয় লাগছে।’’ পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, রাস্তা পারাপার নিয়ে ঝামেলা থেকে ঘটনাটির সূচনা। তরুণীর পোশাক পরীক্ষা করতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।