প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাতভর টানা বৃষ্টির পর বৃহস্পতিবার সকালে শহরবাসী কিছুটা স্বস্তি পেয়েছেন। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা কমেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের একাধিক জেলায় আজও বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে কিছু এলাকায়।
কলকাতার আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। বৃষ্টির প্রভাবে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। বুধবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বৃহস্পতিবার তা নেমে এসেছে ২২.৪ ডিগ্রিতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার ৩৫ ডিগ্রির আশেপাশেই থাকতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭-১১ সেন্টিমিটার)। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিমি। একইভাবে দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৬০ কিমি বেগে।
আলিপুর আবহাওয়া দফতর এই ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় রবিবার ও সোমবারও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।