প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন তিনি দুটি কর্মসূচিতে অংশ নেবেন—একটি প্রশাসনিক সভা এবং একটি বড় জনসভা। প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হবে জনসভাটি। তার প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই তৎপর রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সকালে সভাস্থল ঘুরে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মণ এবং সাংসদ মনোজ টিগ্গা।

রাজ্যে বিধানসভা ভোট এখনও দূরে হলেও প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ এবং সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার পর এই সফরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, ওই প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যের জন্য বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করবেন। তবে প্রশাসনিক সভা কোথায় হবে তা এখনও নির্ধারিত নয়।

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কোনো খামতি রাখতে চাইছে না বিজেপি নেতৃত্ব। দীপক বর্মণ জানান, “অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি বিচার করেই প্রধানমন্ত্রী নিজে এখানে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক সভার দায়িত্ব আমাদের উপর, আমরা আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিলাম।”

প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারকেই বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দীপক বলেন, “এই অঞ্চল ‘চিকেনস নেক’-এর খুব কাছাকাছি, যা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। একদিকে সাতটি উত্তর-পূর্ব রাজ্য, অন্যদিকে কৌশলগত গুরুত্বের কারণে আলিপুরদুয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই প্রধানমন্ত্রী এখানে আসছেন বলে আমাদের ধারণা।”