প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
হাতে আর মাত্র ৩ দিন। তারপরেই রাজ্যে হতে চলেছে নবান্ন অভিযান। গত বছর ৯ আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এই ৯ আগস্ট থেকে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। পরবর্তীতে নাগরিক সমাজ রাজপথে বেরিয়ে বিচারের দাবিতে মাঝেমধ্যেই আন্দোলন করেছে। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের মেয়ের ধর্ষণ এবং খুনের ঘটনায় তারা বিচার পাননি বলেই দাবি অভয়ার পরিবারের। তাই তারা সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আগামী ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আর সেই অভিযানকে সফল করতে নিজেদের লক্ষ্য স্থির রেখে দিল্লি যাওয়ার আগেই বড় হুঁশিয়ারি দিলেন অভয়ার বাবা।
প্রসঙ্গত, ইতিমধ্যেই অভয়ার পরিবারের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাকে কেন্দ্র করে সরগরম গোটা রাজ্য। প্রশাসনের পক্ষ থেকে সব রকম ভাবে যাতে এই নবান্ন অভিযানকে বানচাল করা যায় এবং তাকে আটকে দেওয়া যায়, তার জন্য চেষ্টা চলছে বলেই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর তার মধ্যেই আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন অভয়ার মা বাবা। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা সাক্ষাৎ করতে পারেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আর দিল্লী যাওয়ার আগেই এই রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কেন তাদের এই নবান্ন অভিযান, তা স্পষ্ট করে দিলো অভয়ার পরিবার। অভয়ার বাবা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তার মেয়ের হত্যার ঘটনায় যাতে সুবিচার না পাওয়া যায়, তার জন্য প্রথম থেকেই অসহযোগিতা করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তাকে ১৪ তলা থেকে নামানোই একমাত্র লক্ষ্য বলে বলে জানিয়ে দিলেন তিনি।
এদিন নবান্ন অভিযান প্রসঙ্গে অভয়ার বাবা বলেন, “মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যে অন্যায়গুলো করেছেন, সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্যই আমরা নবান্ন অভিযানের যাচ্ছি। আমরা সমস্ত রাজনৈতিক দলকেই আহ্বান জানিয়েছি, প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন, যাতে আমরা বিচার না পাই এবং তিনি তার প্রশাসন যন্ত্রকে যেভাবে কাজে লাগিয়েছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এবং মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে নামাতেই আমরা নবান্ন অভিযান করছি।”
বিশেষজ্ঞরা বলছেন, ৯ আগস্ট যদি নবান্ন অভিযান হয়, তাহলে কিন্তু এই রাজ্যের বুকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন হয়ে যেতে পারে। যেভাবে অভয়ার পরিবার সেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তাতে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত সেদিন নবান্নে আসবেন কিনা, এটাই একটা লাখ টাকার প্রশ্ন। তবে যতই প্রশাসন দিয়ে এই নবান্ন অভিযানকে আটকে দেওয়া হোক, যারা নিজেদের মেয়েকে হারিয়েছেন, তাদের বুকের ভেতরে যে যন্ত্রনা চলছে, সেই রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ এদিন দিল্লি যাওয়ার আগে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রসন করলেন অভয়ার পরিবার। যা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।