প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– ভারত-পাক যুদ্ধের আবহে দেশ সবার আগে, এই দাবিই উঠেছিল ভারতের পক্ষ থেকে। দলমত নির্বিশেষে রাজনীতির উর্ধ্বে উঠে সকলেই কেন্দ্রীয় সরকারের পাশে ছিলেন। কিন্তু সেই সময়ও দেশের খেয়ে, দেশের পরে কিছু মানুষ গদ্দারি করে ভারতের প্রধানমন্ত্রীকে খাটো করার চেষ্টা করছিলেন। আর এবার সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী ছবি পোস্ট করার অভিযোগে বাংলা থেকে গ্রেপ্তার করা হলো এক যুবককে। দেশের প্রধানমন্ত্রীকে চরম অপমানের বিরুদ্ধে সেই যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো পুলিশ।

জানা গিয়েছে, আসানসোলের বারাবনিতে এক যুবক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে ব্যঙ্গ করে একটি দেশবিরোধী পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছিলেন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সেই যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিকে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। যেভাবে পুলিশ বারবার একতরফা কাজ করে বলে এই রাজ্যে উঠে এসেছে, সেদিক থেকে দাঁড়িয়ে দেশবিরোধী পোস্টের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে অপমানের বিরুদ্ধে পুলিশের এই অ্যাকশন অত্যন্ত গ্রহণযোগ্য বলেই মনে করছেন তারা।

এদিকে বারবার এই ধরনের ঘটনায় একটি বিশেষ শ্রেণী সোশ্যাল মিডিয়ায় করছেন এবং এই ব্যাপারে পুলিশকে খোঁজখবর নিতে বলা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা অরিজিৎ রায়। অন্যদিকে ইসলাম ধর্ম কখনই যে দেশে তারা বসবাস করছে, তার বিরুদ্ধাচরণ করতে শেখায় না এবং তারা এই ধরনের ঘটনা নিন্দা জানায় বলেই জানিয়ে দিয়েছেন আসানসোলের সংখ্যালঘু সংগঠন।

তবে দেশবিরোধী পোস্টের পরিপ্রেক্ষিতে এক যুবককে গ্রেফতার করা নিয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এক পুলিশ আধিকারিক বলেন, “সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করেছিল ওই যুবক। এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করেছে। দেশবিরোধী কোনো কাজ কেউ করলে তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না।”

বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যে তো বারবার করে মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম আক্রমণ করেন। এমনকি নির্বাচনী প্রচারে তার আক্রমণ এমন ভয়ংকর পর্যায়ে পৌঁছে যায়, যা কান পাতা দায় হয়ে যায় সকলের কাছে। তবে এতদিন শাসকের ঘনিষ্ঠরাও প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেও, পুলিশের কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এবার পুলিশ যে পদক্ষেপ নিলো, তাতে কিছুটা হলেও আশা তৈরি হচ্ছে বাংলার মানুষের মধ্যে। তবে শুধু এই একটি পদক্ষেপ নিলেই হবে না, ভবিষ্যতেও বাংলায় থেকে যারা দেশবিরোধী কাজ করবে, তাদের শায়েস্তা করতে পুলিশের এই পদক্ষেপই যেন অব্যাহত থাকে।