প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মত রাজভবনে ফিরেছেন রাজ্যপাল। তবে এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে, খুব দ্রুত পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ছুটি হতে পারে সিভি আনন্দ বোসের। যেখানে নয়া রাজ্যপাল দায়িত্ব নিতে পারেন। যদিও বা এখনও সেরকম কিছু চূড়ান্ত খবর সামনে আসেনি। আর এর মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে সরে যাওয়ার আগেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘুম ছুটিয়ে দিলেন সিভি আনন্দ বোস?

বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই একাধিক বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল। যার মধ্যে অন্যতম হাওড়া পৌর কর্পোরেশন বিল। পাশাপাশি তিনি আরও একটি বড় পদক্ষেপ নিয়েছেন। যেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডির যে মামলা, তাতে প্রসিকিউশনের অনুমোদন দিয়েছেন রাজ্যের বর্তমান সাংবিধানিক প্রধান। আর পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডির মামলার ক্ষেত্রে যে অনুমোদন রাজ্যপাল দিয়েছেন, সেটাই হয়ত সবথেকে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে তৃণমূল সরকারের কাছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপাল পদে আর সি ভি আনন্দ বোস থাকবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। কেননা তার অবসরের সময় চলে এসেছে বলে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হচ্ছে। তবে তিনি রাজ্যপাল থাকার সময় যতটা এই তৃণমূল সরকারকে বিভিন্ন বিষয়ে টাইট দিতে পারতেন, ততটা তিনি দেননি, এরকম একটা অভিযোগ বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল। আর এই পরিস্থিতিতে যদি সত্যিই বাংলার রাজ্যপাল পদ থেকে সরে যেতে হয় সিভি আনন্দ বোসকে, তাহলে তার আগে তিনি এমন এক পদক্ষেপ পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডির মামলার ক্ষেত্রে নিলেন, তাতে তৃণমূল সরকারের যে ঘুম উড়তে বাধ্য, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।