প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। আর তারপর থেকেই যোগ্য চাকরিহারা ব্যক্তিরা আন্দোলনে বসেছিলেন বিকাশ ভবনের সামনে। তবে আদালতের নির্দেশ অনুযায়ী এখন তারা বিকাশ ভবনের সামনে থেকে আন্দোলন তুলে সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের পাশে নিজেদের আন্দোলন নিয়ে গিয়েছেন। তবে সেই আন্দোলন নিয়েই এবার চরম সিদ্ধান্ত নিলেন চাকরিহারা ব্যক্তিরা। আর তাদের এই সিদ্ধান্ত সামনে আসার পরেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, এবার বড় একটা বিপদে ধেয়ে আসতে চলেছে নবান্নের দিকে।
সূত্রের খবর, এদিন চাকরি হারাদের পক্ষ থেকে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, আগামী সোমবারের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রীকে তাদের সামনে এসে সরকারের বক্তব্য জানাতে হবে। আর তা না হলে তারা তাদের আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবেন। বলা বাহুল্য, প্রায় ১৮ দিনের বেশি সময় ধরে যোগ্য চাকরিহারা ব্যক্তিরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাজ্যের অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বারবার করে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে চাকরিহারারা এবার যে সিদ্ধান্ত নিলেন, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আর মাত্র দুদিন সময় রয়েছে। সোমবারের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসে এবং স্বয়ং শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে গিয়ে দেখা না করেন, তাহলে কিন্তু বড় চিন্তা তৈরি হতে পারে নবান্নের অন্দরে।
বিরোধীরা বলছেন, এই রাজ্যের সরকারকে উৎখাত না করলে এই সমস্যার সমাধান হবে না। তাই এবার এই সরকারকে টাইট দিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া প্রয়োজন। রাজ্যের শিক্ষামন্ত্রী ঘটনাস্থলে এলেও মূল সমস্যার সমাধান করতে পারবে না এই সরকার। কারণ তারা দুর্নীতি করেছে, তারা চুরি করেছে। তাই সেই চোরেদের নবান্ন থেকে উৎখাত করার জন্য যোগ্য চাকরিহারা ব্যক্তিদের একত্রিত হয়ে নবান্নের উদ্দেশ্যে যাত্রা করা প্রয়োজন বলেই দাবি গেরুয়া শিবিরের।