প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে গোটা রাজ্যে সবথেকে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে শিক্ষায় নিয়োগ দুর্নীতি। ইতিমধ্যেই অনেকে জেলে গিয়েছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত এই নিয়োগ দুর্নীতির কারণে জেলের ভেতরে রয়েছেন। গোটা শিক্ষা ব্যবস্থাটাই তৃণমূল সরকারের আমলে ধ্বংস হয়ে গিয়েছে বলেই অভিযোগ করছে বিরোধীরা। ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর তার মাঝেই আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন করে আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী।
সূত্রের খবর, এদিন এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে উপস্থিত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা অঙ্কিতা অধিকারীও। জানা গিয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ দুর্নীতি মামলা রয়েছে, সেখানে এই পরেশ অধিকারী এবং তার মেয়ে দুজনের বিরুদ্ধেই সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট দেওয়া হয়েছিল। আর বর্তমান পরিস্থিতিতে যখন বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে, ঠিক তখনই পরেশ অধিকারী এবং তার কন্যা আদালতে আত্মসমর্পণ করলেন। শুধু তাই নয়, তারা জামিনের আবেদনও করেছেন। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
তবে শুধু পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীই নয়। এদিন আদালতে আত্মসমর্পণ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্য। জানা গিয়েছে, গ্রুপ সি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর আপ্ত সহায়ক। সব মিলিয়ে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক ব্যক্তির আদালতে আত্মসমর্পণ এবং জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।