প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অভয়ার মৃত্যুর এক বছর পূরণ হলো আজ। কিন্তু এই এক বছরের মধ্যে যে পরিস্থিতিতে কাটিয়েছে তার পরিবার, তাদের দুঃখ, যন্ত্রণা অন্তত শাসক দল এবং এই রাজ্যের প্রশাসন বুঝতে পারবে না। যদি তারা বুঝতে পারতো, তাহলে প্রথম দিন থেকেই সুবিচারের জন্য তারা সব রকম চেষ্টা করতো। কিন্তু প্রশাসন সর্বোতভাবে চেষ্টা করেছে প্রমাণ লোপাট করার বলেই অভিযোগ করেছে অভয়ার পরিবার। তাই আজ নিজেদের মেয়ের মৃত্যুর সুবিচার চাইতে আবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা। কিন্তু যে পরিবার নিজেদের মেয়েকে হারালো, তাদের এই নবান্ন অভিযানে কেন এত ভয় শাসকের? মনে হচ্ছে যেন শহর জুড়ে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা কলকাতা শহর তো বটেই, এমনকি হাওড়া যাওয়ার পথে যত রাস্তা আছে, তার সমস্তটাই বন্ধ করে দিয়েছে পুলিশ বলে অভিযোগ। বড় বড় গার্ডরেল দিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেন অভয়ার পরিবার বা যারা আজকে নবান্ন অভিযান করছে, তারা সবাই দুষ্কৃতী বা সমাজবিরোধী! স্বাভাবিকভাবেই পুলিশের এই অতি তৎপরতা নিয়েই প্রশ্ন উঠছে। তবে শাসক বা প্রশাসন যতই চেষ্টা করুক এই নবান্ন অভিযানকে আটকানোর, শেষ পর্যন্ত যে তারা নবান্ন অভিমুখে যাত্রা করবে, তা ইতিমধ্যেই অভয়ার পরিবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে।

বলা বাহুল্য, ইতিমধ্যেই অভয়ার পরিবারের ডাকা এই নবান্ন অভিযানে যে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেবে, তার খবর পৌঁছে গিয়েছে শাসকের কাছে। তাই প্রথম দিন থেকেই এই নবান্ন অভিযানকে আটকানোর মরিয়া চেষ্টা করেছে তারা। কিন্তু শেষ পর্যন্ত যখন তাকে আটকানো গেল না, তখন প্রশাসন নিজের ক্ষমতায় এবং বল প্রয়োগ করে যাতে কোনোভাবেই এই মিছিল নবান্নের অভিমুখে যাত্রা করতে না পারে, তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে। তবে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে অভয়ার পরিবারের ডাকা এই নবান্ন অভিযান সফল করতে আজ রাস্তায় নামবেন সমাজের সর্বস্তরের মানুষরা। যেখানে সামিল হবেন অভয়ার মা-বাবাও। কিন্তু কোথা থেকে মিছিল করবেন তারা?

যতদূর খবর পাওয়া যাচ্ছে, আজ রানী রাসমণি রোড থেকে নবান্নের অভিমুখে একটি মিছিল হবে। আর সেই মিছিলেই নেতৃত্ব দেবেন অভয়ার পরিবার। যেখানে উপস্থিত থাকবেন অভয়ার মা এবং বাবা। বিশেষজ্ঞরা বলছেন, আজ প্রশাসন বুঝবে, শক্তি প্রয়োগ করেও কোনো লাভ নেই। যেভাবে সমাজের সর্বস্তরের মানুষ নিজেদের ঘরের মেয়ের মৃত্যুর প্রতিবাদে এক বছর আগে আন্দোলনে নেমেছে, আজ আবার তার রিপিট টেলিকাস্ট দেখবে নবান্ন। তাই আগেভাগেই ক্ষমতা ধরে রাখতে এবং নিজেদের গদি যাতে কেউ করে না নেয়, তার আতঙ্কে পুলিশকে লেলিয়ে দিয়ে সব রকম ভাবে এই নবান্ন অভিযানকে ব্যর্থ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যত এই সমস্ত চেষ্টা করবেন, ততই জনতার প্রতিরোধ বৃদ্ধি পাবে বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।