প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অভয়ার মৃত্যুর ঘটনার এক বছর পূরণ হতে চলেছে। এখনও পর্যন্ত বিচার হয়নি। তাই অভয়ার মা-বাবার পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ৯ আগস্ট যে অভিযানে সামিল হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই শুভেন্দুবাবু জানিয়ে দিয়েছিলেন যে, নবান্ন অভিযানের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবেই হোক বাড়ি থেকে বেরোবেন না, অথবা যে কোনো অজুহাতে অন্য কোনো জেলা সফরে ব্যস্ত থাকবেন। আর শুভেন্দুবাবুর সেই কথাই কি এবার সত্যি হতে চলেছে? আজ সাত সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। আর সেখানেই মুখ্যমন্ত্রী যেভাবে শহর ছেড়ে পালিয়ে গিয়েছেন, তাতে নবান্ন অভিযানে তার ভয় রয়েছে বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী চেয়াড়ে না থাকলেও, তার চেয়ারের দখল যাতে কেউ নবান্ন অভিযানের দিন নিতে না পারে, তার জন্য পুলিশ মহলকেও তিনি নামিয়ে দিয়েছেন বলে গোপন খবর ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই আগামী ৯ আগস্ট নবান্ন অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “ডাক্তার বোনের ওপর শারীরিক অত্যাচার এবং তার মৃত্যুর জন্য প্রধান দায়ী, অভয়ার মা-বাবাকে এত ভয় পেয়েছেন যে, নিজে ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন। আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীল বাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন। অভয়ার মা-বাবা ওদের কৃতি সন্তানের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় অধ্যায়ের এক বছর পর নবান্ন যাওয়ার আহ্বান দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর কাছে জবাব তলব করতে, ওর পাহাড় প্রমাণ ব্যর্থতার জন্য। কিন্তু সেই ভয়ে আগেভাগেই ঝাড়গ্রামে প্রশাসনিক কর্মসূচির অজুহাতে একেবারে শহর ছেড়ে পালিয়েছেন মাননীয়া। কিন্তু চেয়ারটা তো রয়ে গেছে হাওড়ার নীল বাড়ির ১৪ তলায়। সেটা না কেউ টলিয়ে দেয় ওঁর অবর্তমানে, তাই সারা রাজ্যের পুলিশকে কিভাবে পথে নামানো যায়, সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশকর্তাদের আজ বৈঠক হচ্ছে হাওড়ার শিবপুরের পুলিশ লাইনে!”
বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারীর এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এই পোস্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, তিনি অতীতে যে কথা বলেছিলেন, সেটাই সত্যি হতে চলেছে। নবান্ন অভিযানের দিন নবান্নে থাকার মত ক্ষমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। তাই তিনি এখন থেকেই জেলা সফরে ব্যস্ত হয়ে গিয়েছেন। যাতে তাকে কেউ কিছু বলতে না পারে। আসলে তিনি বুঝেশুনেই এই জেলা সফর করেছেন। কারণ নবান্ন অভিযানের দিন থাকলে তাকে জবাবদিহি করতে হতে পারে। তবে তিনি না থাকলেও তার চেয়ার যাতে কেউ দখল করতে না পারে, তার জন্য এখন থেকেই রাজ্যের পুলিশকে ব্যবহার করে গোটা পুলিশ মহলকে ময়দানে নামিয়ে নবান্ন অভিযানকে বানচাল করার জন্য সব রকম চেষ্টা শুরু হয়ে গিয়েছে। এদিন সেই ধরনের পোস্ট করেই একদিকে মুখ্যমন্ত্রীর আতঙ্ক এবং অন্যদিকে পুলিশ মহলের অতি সক্রিয়তা নিয়ে গোপন খবর সামনে এনে দিলেন শুভেন্দু অধিকারী।