প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল থেকেই নেপালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের বিরুদ্ধে জনতার বিক্ষোভ ভয়ংকর আকার ধারণ করেছে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। অগ্নি সংযোগের মত ঘটনা ঘটেছে। সরকারের একের পর এক মন্ত্রীরা তো বটেই, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত পদত্যাগ করেছেন। তবে এখনও নেপাল শান্ত হচ্ছে না। বিক্ষোভকারীদের তান্ডব চলছেই। তবে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, কার নামে সম্মতি রয়েছে বিক্ষোভকারীদের, তা নিয়ে দীর্ঘ চর্চা ছিল। অবশেষে সামনে এলো নতুন নাম।
জানা গিয়েছে, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথমে কাঠমান্ডুর মেয়রের নাম সামনে এসেছিল। তবে সেই নাম ঘিরেও একটা ধোঁয়াশা ছিল। কিন্তু অবশেষে আরও একটি নাম সামনে এলো। যেখানে নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারেন বলেই খবর পাওয়া যাচ্ছে। এমনকি তার নামেও সম্মতি দিয়েছেন বিক্ষোভকারীরা। স্বাভাবিকভাবেই যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এই প্রাক্তন প্রধান বিচারপতি দায়িত্ব নিতে পারেন বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, গতকাল থেকেই নেপালে যেভাবে তান্ডব শুরু হয়েছে, তা রীতিমত ভয়ংকর আকার ধারণ করেছে। যে সমস্ত পর্যটকরা রয়েছেন, তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন। তাই এই পরিস্থিতিতে নেপাল শান্ত হোক, নেপালে শান্তি ফিরে আসুক, এটা সকলেই চাইছেন। স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন, কাকে দায়িত্ব দিলে শান্ত হবে নেপাল, এই নিয়ে বিভিন্ন মহলে একটা গুঞ্জন চলছিল। তবে অবশেষে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম সামনে এলো। তবে তার নাম চূড়ান্ত হয় কিনা এবং দিনের শেষে তিনিই নেপালের দায়িত্ব নেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।