প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই তার সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়াতে শুরু করেছিল বঙ্গ বিজেপি। এমনকি বিজেপির কোনো বৈঠকেই দিলীপ ঘোষকে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না। উল্টে তিনি নিজের মত করেই বিভিন্ন সামাজিক প্রোগ্রামে যুক্ত হচ্ছিলেন। বিজেপির অফিশিয়াল কোনো প্রোগ্রামে তার অনুপস্থিতি ঘিরে বাড়তে শুরু করেছিল জল্পনা। আর অবশেষে সেই দিলীপ ঘোষকে নিয়ে বড় বার্তা দিল কেন্দ্রীয় বিজেপি।

বিশেষ সূত্র মারফত খবর, দিলীপ ঘোষ এতদিন যেভাবে কাজ করছিলেন, সেভাবেই যাতে সক্রিয়ভাবে তিনি কাজ করেন, তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন দিলীপ ঘোষ, সেখান থেকেও দলের কাজ করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, সাম্প্রতিককালে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপির অনেকেই মন্তব্য করেছিলেন।

যদিও বা তাতে গুরুত্ব দেননি দিলীপবাবু। তিনি তার মত করেই বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হতে শুরু করেন। আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে নিয়ে কি পদক্ষেপ নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব, তার দিকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। আর অবশেষে দিলীপ ঘোষের মত নেতাকেই যে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখতে চাইছে দিল্লি, তা এই বার্তার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। এমনকি তার সময়েই বিজেপির এই বাংলায় ব্যাপক জয় এসেছে। তাই তার মত ব্যক্তিত্বকে যদি ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দূরে রাখা হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। আর সেই কারণেই দিলীপ ঘোষের মত নেতাকে চটাতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব। আর দলের শীর্ষস্তর থেকে দিলীপ ঘোষকে সংগঠনের কাজকর্ম করার ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার পরেই উজ্জীবিত তার অনুগামীরা।