প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনার প্রায় এক বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন তো এমনিতেই ব্যর্থ। তাদের ভূমিকা নিয়ে তো এমনিতেই প্রশ্ন রয়েছে। তবে যে সিবিআই তদন্ত করছে, তাদের ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঝেমধ্যেই অভয়ার পরিবার সিবিআই তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। বিভিন্ন বিষয়ে নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। আর এবার সিবিআই তদন্ত নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে সেই সিবিআই অফিস অভিযান করলেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত বছরের ৯ আরজিকরের চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণের ঘটনার খবর সামনে এসেছিল। তারপর প্রতিবাদে নেমেছিল গোটা নাগরিক সমাজ। সকলেই বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। এই রাজ্য প্রশাসনকে দিয়ে যে বিচার হবে না, সেটা সকলেই বুঝতে পেরেছিলেন। বর্তমানে সিবিআই গোটা ঘটনার তদন্ত করছে। তবে অভয়ার পরিবারও সেই সিবিআই তদন্তে খুশি নয়, এত দিন পেরিয়ে গেল, কেন এখনও সিবিআই কোনো পদক্ষেপ নিচ্ছে না? তারা কি ঘুমিয়ে রয়েছে? এই সমস্ত প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে। আর উঠবে নাই বা কেন! যে সিবিআইয়ের এত সুনাম রয়েছে, তারা কেন এই ঘটনার গভীর পর্যন্ত পৌঁছতে পারছে না? যাদের রাজ্য প্রশাসন আড়াল করতে চাইছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? স্বাভাবিক ভাবেই সমাজের সর্বস্তর থেকেই এইরকম প্রশ্ন উঠছে। তাই এবার সেই সিবিআই অফিসেই অভিযান করলেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, এদিন অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে চিকিৎসকরা সিবিআই অফিস অভিযানের ডাক দিয়েছেন। মূলত ১৩ মাস পেরিয়ে যাওয়ার পরেও কেন সিবিআইয়ের পক্ষ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো না, তা নিয়েও প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। আর তাই গোটা ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে অভিযানের কর্মসূচি নিয়েছেন তারা। অনেকে বলছেন, সিবিআই যদি একটু সঠিক পদক্ষেপ নিত, তাহলে তাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু দীর্ঘদিন ধরে যার সুবিচারের দাবিতে পথে রয়েছে সাধারণ মানুষ, সেই ঘটনার ক্ষেত্রে সিবিআই কেন এত ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠবেই। আর সেই কারণেই সেই সিবিআইয়ের অফিস অভিযানের কর্মসূচি নিলেন চিকিৎসকরা।