প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পুলিশ অনেক সময় পেয়েছে। অনেক সময় পেয়েছে তৃণমূল, এই রাজ্যের শাসক দল। কিন্তু তারপরেও তারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। পুলিশের কর্তাকে হুমকি দেওয়ার পাশাপাশি তার মা, বউকে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বীরভূম জেলার এই তৃণমূল নেতা, তারপর তার এতক্ষণে জেলে থাকা উচিত ছিল। কিন্তু এই রাজ্যের পুলিশের মেরুদন্ড হয়নি তাকে জেলে ঢোকানোর মত সিদ্ধান্ত নেওয়ার। অন্তত তেমনটাই দাবি বিজেপির। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার আর পুলিশের পরোয়া না করে যেভাবে একজন পুলিশের মা, বউকে অমর্যাদা করেছেন এই অনুব্রত মণ্ডল, তাতে তার বিরুদ্ধে তার এলাকা অর্থাৎ বোলপুরে গিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, রাত পোহালেই বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বোলপুরে নারী সম্মান যাত্রার ডাক দিয়েছেন তারা। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিজেপির যে সমস্ত মহিলা নেত্রীরা রয়েছেন, তারা উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। মূলত, অনুব্রত মণ্ডল একজন পুলিশকর্তাকেই কদর্য ভাষায় আক্রমণ করেননি। তার মা, বউকে আক্রমণ করে তিনি গোটা রাজ্যের মহিলা সমাজকে অপমানিত করেছেন। তাই এবার সেই অনুব্রত মণ্ডলের খাস তালুকেই তাকে চরম শিক্ষা দিয়ে মা-বোনেদের সামনে রেখে এই বড় প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করে শাসকের চাপ বাড়াতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তার প্রতিবাদ জানাতেই সোমবার বোলপুরের মানুষ পথে নামবেন। আমরা ওই দিন নারী সম্মান যাত্রা করছি। অনুব্রত মণ্ডল যে ভাষায় বোলপুর থানার আইসিকে নিয়ে কথা বলেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনা তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন, এটা একদম স্পষ্ট।” আর বিজেপির এই নারী সম্মান যাত্রা কর্মসূচিতে প্রায় ১০ হাজার লোকের জমায়েত হবে বলে আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা।
পর্যবেক্ষকদের মতে, এমন একটা সময় বিজেপির পথে নামা অত্যন্ত প্রয়োজন ছিল। আর ঠিক সময় মতই এবার সঠিক কৌশল বেছে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কর্মসূচির নাম যেমন যথোপযুক্ত দিয়েছেন তিনি, ঠিক তেমনই সেই অনুব্রত মণ্ডলের খাস তালুকে গিয়ে মহিলাদের এই রাজ্যের শাসকদলের নেতারা ঠিক কোন চোখে দেখে, তা গোটা রাজ্যের মানুষের সামনে প্রতিবাদের মধ্যে দিয়ে তুলে ধরবেন বিজেপি নেতা নেত্রীরা। যার ফলে এমনিতেই তো অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূলের বিড়ম্বনা রয়েছে। তার মধ্যে এই ধরনের ঘটনা এবং বিজেপির এই প্রতিবাদ সাধারণ মানুষের মনেও তৃণমূল সম্পর্কে বিরক্তির ভাব এবং বিজেপি সম্পর্কে আরও যথেষ্ট আগ্রহ তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।