প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস অনেকেই মেনে নিতে পারছে না। সকলের একটাই প্রশ্ন, কেন বাবরের নামে মসজিদ হবে? অন্য কারও নামে মসজিদ কেন করা গেল না? গোটা বিষয়টি নিয়ে যখন বিতর্ক চরমে, ঠিক তখনই আগামীকাল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিন্দু সনাতনীরা এক বড় দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে। যেখানে প্রায় পাঁচ লক্ষ কন্ঠে হতে চলেছে গীতা পাঠ। আর এই কর্মসূচি ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল ন’টা থেকে শুরু হওয়া এই গীতা পাঠের মত পবিত্র অনুষ্ঠান চলবে দুপুর দুটো পর্যন্ত। যেখানে সমাজের সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী জেনে গিয়েছেন যে, আগামীকাল এক বড় দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে ১ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। আর এবার ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রায় ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
জানা গিয়েছে, রাত পোহালেই এই কর্মসূচি কারণে ইতিমধ্যেই বহু সাধু, সন্তরা ব্রিগেড ময়দানে উপস্থিত হতে শুরু করেছেন। অতিথিদের জন্য তিনটি আলাদা আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। আর ৫ লক্ষ কন্ঠে যেহেতু গীতা পাঠ, সেই কারণে আজ থেকেই শুরু হয়েছে তার রিহার্সাল। সব মিলিয়ে আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শহর কলকাতা তো বটেই, গোটা রাজ্য তথা গোটা দেশ এক বড় দৃশ্যের সাক্ষী হতে চলেছে। তবে এই কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিত্বদেরও যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাইকে দলমত নির্বিশেষে আমন্ত্রণ জানিয়েছে সনাতন সংস্কৃতি সংসদ, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে এই বড় মাপের হিন্দু সনাতনীদের কর্মসূচিতে কারা কারা সামিল হন, সেদিকেই নজর থাকবে সকলের।