প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর শুরু হওয়ার পর থেকেই লক্ষ্য করা গিয়েছে যে, নিউটাউনের একাধিক ঝুপড়ি ফাঁকা হতে শুরু করেছে। বিজেপি নেতারা বারবার করে দাবি করেছেন যে, নিউটাউন থেকে প্রচুর মানুষ, যারা ওপার বাংলা থেকে এসেছিলেন, তারা আবার ওপারে ফিরে যাচ্ছেন। যে কারণে অনেকে পরিচারিকা পাচ্ছেন না। আর এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যখন শুনানির জন্য সন্দেহভাজন ভোটারদের ডেকে পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন, ঠিক তখনই গতকাল নিউটাউনে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে ঘটনা পর রীতিমত প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য।
প্রসঙ্গত, এসআইআর আবহে যখন নিউটাউনের দিকে অনেকের নজর রয়েছে, কারণ প্রথম থেকেই এই নিউটাউনের মত এলাকা থেকে বিস্ফোরক খবর সামনে আসছিল। বিজেপি নেতারা দাবি করছিলেন যে, নিউটাউনে অবৈধ বাংলাদেশিরা বাস করছিলেন। কিন্তু এসআইআর শুরু হওয়ার পর তারা আতঙ্কে রাজ্য ছাড়তে শুরু করেছেন। আর বর্তমানে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর অনেকেকই শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর সেই সময় সেই নিউটাউনে অগ্নিকাণ্ডের ঘটনা মনে প্রশ্ন তুলে দিচ্ছে অনেকেরই। আর সেই সমস্ত প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোচ্চার হলেন বিজেপি নেতা অমিত মালব্য।
এদিন নিউটাউনের অগ্নিকাণ্ডের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। যেখানে তিনি লেখেন, “এসআইআর শুনানির কয়েকদিন আগেই ইকো পার্কের ঝুপড়িতে আগুন। শুনানির জন্য বাংলাদেশী ও রোহিঙ্গাদের কমিশনের নোটিশ পাঠানোর আগেই আগুন। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কলকাতার শহরতলীর খালি ঝুপড়ির ছবি প্রকাশ পেয়েছে। ঘর বন্ধ করে অনেক ঝুপড়িবাসি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন। কয়েকজন বাংলাদেশী এখানে রয়েছেন। পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল। আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”