প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ নিয়োগ দুর্নীতি মামলায় শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। যেখানে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়। ইতিমধ্যেই সাক্ষ্যদান করেছেন এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল। তার বক্তব্যের মধ্যে দিয়ে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। যেখানে তিনি এটাও জানিয়েছেন যে, একসময় তিনি তৃণমূলের শিক্ষা সেলের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী তাকে ডেকে এই এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের এই বক্তব্য সামনে আসার পরেই প্রশ্ন উঠছে যে, এসএসসির মত গুরুত্বপূর্ণ বিভাগের ক্ষেত্রে কোনো একটি রাজনৈতিক দলের কোনো একজন দায়িত্বপ্রাপ্ত নেতাকে কি চেয়ারম্যান করে দেওয়া যায়? এইজন্যেই কি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সব ব্যাপারে নাক গলানোর জন্য এত দুর্নীতি? আর এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল সর্বগ্রাসী এবং সর্বভুক বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি।
এদিন এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের সাক্ষ্যদানের পরেই বেশ কিছু তথ্য সামনে এসেছে যে খবর সামনে আসার পরেই রীতিমত হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আর তিনি যেভাবে একসময় তৃণমূলের শিক্ষক সংগঠনের দায়িত্ব সামলাতেন এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী তাকে ডেকে এসএসসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার জন্য বলেন, সেই তথ্য আজ দিয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই বিষয় নিয়েই এবার পাল্টা মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যে বক্তব্যের পর রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল।
এদিন এসএসসির চেয়ারম্যানের বক্তব্য সামনে আসার পরেই বিজেপির রাজ্য সভাপতিকে সেই বিষয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এখানে যা কিছু হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে। যা কিছু হয়েছে, নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে হয়েছে। তৃণমূল সমস্ত কিছু গ্রাস করতে চায়। তৃণমূল একটা সর্বভুক সংগঠন। ফলে তারা যেটা মনে করেছে, সেটাই করেছে এবং তৃণমূল তৃণমূলের পথেই আছে। তৃণমূল একটা গভীরতর অসুখ। এই অসুখের নিরাময় প্রয়োজন।”