প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিজেপি নেতারা বারবার করে দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রচুর প্রকল্প এবং তার সুবিধা পৌঁছনো হয়। কিন্তু রাজনীতির কারণে যাতে সেই প্রকল্প বাংলার মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য সব রকম চেষ্টা করে বর্তমান তৃণমূল সরকার। যার ফলে অনেক বিজেপি নেতারাই বিভিন্ন সময় প্রশ্ন তোলেন যে, মানুষকে কেন তৃণমূল এইভাবে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকারের সুবিধা থেকে? এক্ষেত্রেও তারা কেন রাজনীতিকরনের চেষ্টা করছে? আর এবার সেই প্রশ্নই তুলে ধরে ভার্চুয়ালি তাহেরপুরের সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বারবার করে এই রাজ্যের বুকে অভিযোগ উঠেছে যে, তৃণমূল সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত। এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রকল্প বাংলার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়, সেখানেও তৃণমূল নেতারা দুর্নীতি করেন। আর হিসেব চাইলে তারা হিসেব দিতে পারেন না। স্বাভাবিকভাবেই বাংলার মানুষের সঙ্গে তৃণমূল যে চরম বঞ্চনা করছে এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ও যে তারা বাংলার মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না, তা এর আগেও দাবি করেছেন বিজেপি নেতারা। তবে এবার স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকেও শোনা গেল সেই কথা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তৃণমূল তার বিরোধিতা করলে করুক। কিন্তু বাংলার মানুষের কাছে কেন কেন্দ্রের উন্নয়ন পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে?

এদিন আবহাওয়া খারাপ থাকার কারণে তাহেরপুরের সভায় সশরীরে উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “নিজের দুঃখ প্রকাশ করতে চাই বাংলার মানুষের কাছে। মন থেকে বলছি, আপনাদের কথা ভেবে বলছি, তৃণমূল মোদীর বিরোধিতা করতে চাইলে করুক। হাজারবার করুক। বিজেপির বিরোধিতা করতে চাইলে করুক, বারবার করুক। কিন্তু বুঝতে পারি না, রাজ্যের উন্নয়ন কেন আটকানো হচ্ছে? মোদীর বিরোধ করুন। কিন্তু বাংলার মানুষকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করবেন না। তার স্বপ্ন ভেঙে দেবেন না। এই রাজ্যের মানুষকে দুঃখ দিয়ে পাপ করবেন না।”