প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলগুলো মাঝেমধ্যেই অভিযোগ করে যে, রাজ্যে যে সমস্ত অস্ত্রের কারখানা রয়েছে, তাকে মদত দিচ্ছেন স্থানীয় তৃণমূলের নেতারা। কারণ ভোটের আগে তারা অস্ত্র মজুত করে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। তবে বিরোধীদের সেই অভিযোগকে বারবার করে খন্ডন করে এসেছে তৃণমূল। কিন্তু এবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে যে খবর সামনে এসেছে, তাতে রীতিমত চাপে এই রাজ্যের শাসক দল। যেখানে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীকে আগ্নেয়াস্ত্র সহ পুলিশ গ্রেপ্তার করতেই শাসক দলকে চেপে ধরছে বিরোধীরা।

বলা বাহুল্য, বর্তমানে গোটা রাজ্যজুড়ে বিরোধীরা অভিযোগ করছে যে, তৃণমূল নেতারাই রাজ্য অস্ত্রের আমদানিতে ব্যস্ত রয়েছে। আর এসবের মধ্যেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকা থেকে তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি শাহজামাল শেখ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে ইতিমধ্যেই ধৃত ব্যক্তির কাছ থেকে বেশ কিছু আধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৯ এমএম কারবাইন মেশিন গান এবং এক রাউন্ড গুলি। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

এই ঘটনা সামনে আসার পরেই রীতিমত শাসকদলকে চেপে ধরেছে বিরোধীরা। তাদের বক্তব্য, এই ঘটনার মধ্যে দিয়েই আরও একবার প্রমাণ হয়ে গেল যে, মুর্শিদাবাদ জেলায় কিভাবে অস্ত্রের আমদানি করছে তৃণমূল! বিধানসভা ভোটের আগে এভাবেই বিভিন্ন এলাকায় অস্ত্র নিয়ে তৃণমূল বিরোধীদের ভয় দেখাতে চাইছে। যত নির্বাচন এগিয়ে আসবে, ততই এই ধরনের সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হবে। তাই এই ভয় এবং সন্ত্রাস থেকে বাংলাকে মুক্তি দিতে আগামী দিনের তৃণমূলের বিসর্জন প্রয়োজন। মানুষ তাদের হৃদয় দিয়ে তৃণমূলের যন্ত্রণা সহ্য করেছে। ২০২৬ এ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তৃণমূল নামক এই অশুভ শক্তিকে পরাস্ত করবে জনতা বলেই দাবি গেরুয়া শিবিরের।