প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রাকৃতিক দুর্যোগ কারওর হাতে থাকে না। কিন্তু সম্প্রতি অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে পর্যটন ব্যবস্থার যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রচুর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আর এই পরিস্থিতিতে মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, তেমনই বিরোধী দলের জনপ্রতিনিধিরাও প্রাণ দেওয়ার কাজে সামিল হয়েছেন। আর আজ জলপাইগুড়িতে ত্রাণ বিল করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই উত্তরবঙ্গে এই ত্রাণ বিলিকে কেন্দ্র করে ভয়ংকর চিত্র সামনে এসেছে। যেখানে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রক্তাক্ত হয়েছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ। যে ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে বিজেপি। আর তার মাঝেই আজ সেই উত্তরবঙ্গে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। যেখানে আক্রান্ত দুই জনপ্রতিনিধিকে দেখে আসার পর ত্রাণকার্যে শামিল হলেন তিনি।

জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার. যেখানে মন্ডল ঘাট এলাকায় ত্রাণ বিলিতে শামিল হয়েছেন তিনি। আর বর্তমানে উত্তরবঙ্গে যে বিধ্বস্ত পরিস্থিতি, যেভাবে প্রচুর মানুষ বিপদের মধ্যে রয়েছেন, তারা সকলেই চাইছেন যে, জনপ্রতিনিধিরা তাদের পাশে দাঁড়ান। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার যেভাবে আজ ত্রাণ বিলি শুরু করেছেন, তাতে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিপদের দিনে কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে তারা কিছুটা হলেও খুশি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।