প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিশ্বের মধ্যে সম্প্রতি চতুর্থ অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত। যা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। তবে দেশকে আরও স্বনির্ভর করতে গেলে বিদেশি পণ্যের ওপর নির্ভরশীলতা যে কমানো প্রয়োজন, তা দেশের মানুষের কাছে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে দেশের মানুষের কাছে তার আবেদন, বিদেশি পণ্যের ওপর যাতে কেউ নির্ভর না করেন।

জানা গিয়েছে, এদিন গুজরাটের গান্ধীনগরের একটি জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি গোটা বিশ্বের অর্থনীতিতে ভারত যেভাবে চতুর্থ অর্থনীতির দেশ হয়ে উঠেছে, সেই সম্পর্কেও দেশবাসীর কাছে বড় আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের গ্রামের ব্যবসায়ীদের এই অঙ্গীকার নিতে উৎসাহিত করা উচিত যে, তারা যতই লাভ করুক না কেন, তারা বিদেশি পণ্য বিক্রি করবে না। কিন্তু দুর্ভাগ্যবশত গণেশ মূর্তিও বিদেশ থেকে আসে, ছোট চোখ বিশিষ্ট গণেশ মূর্তি, যাদের চোখ ঠিকমতো খোলে না। অপারেশন সিঁদুরের জন্য একজন নাগরিক হিসেবে আমার, আপনার জন্য একটি কাজ আছে। বাড়িতে যান এবং ২৪ ঘন্টায় আপনি কত বিদেশি পণ্য ব্যবহার করেন, তার একটি তালিকা তৈরি করুন।”

তবে এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭ সালকে লক্ষ্য রেখে যে বিকশিত ভারতের স্বপ্ন তিনি নিয়েছেন, তার অঙ্গীকার পূরণ করতে দেশবাসীকে বড় দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “যদি আমরা সকলে ২০৪৭ এর মধ্যে একটি উন্নত ভারত গঠনে অবদান রাখি এবং আমাদের অর্থনীতিকে বিশ্বব্যাপী চতুর্থ থেকে তৃতীয় স্থানে নিয়ে যেতে চাই, তাহলে আমরা বিদেশি পণ্যের ওপর নির্ভর করব না। কোনো বিদেশি পণ্য কিনব না।”

বিশেষজ্ঞরা বলছেন, উন্নত ভারত গঠনে প্রধানমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি চাইছেন, বিদেশি পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় পণ্যের ওপর যাতে মানুষ বেশি করে জোর দেয়। আর সেই কারণেই ২০৪৭ এ বিকশিত ভারত গঠনের লক্ষ্য নিয়ে গোটা দেশবাসীর কাছে তিনি বিদেশি পণ্যের ওপর নির্ভরশীলতা কমানোর আহ্বান জানালেন। যার ফলে আগামী দিনে এই বিদেশী পণ্যের বাড়বাড়ন্ত কমিয়ে কেন্দ্র বড় কোনো নির্দেশিকা দিলেও দিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।