প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই এবার রনে ভঙ্গ দিতে চাইছেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি সেই কথা জানিয়ে দিয়েছেন বলেই খবর। তবে নেত্রী কি সিদ্ধান্ত নেন, এবার তার দিকেই তাকিয়ে রয়েছেন হেভিওয়েট এই তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, এদিন বারাসাতে একটি অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আর সেখানেই তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করেছি, উনি বলেছেন, এখনও এক বছর বাকি আছে। মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেবেন, সেটা একমাত্র উনিই জানেন। এবার উনি যদি আমাকে বলেন, থাকতেই হবে, ছাড়বেন না, আমার থাকার প্রয়োজন রয়েছে, তাহলে আমি ভাবব।”