প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলাদেশের চট্টগ্রামের রাস্তায় দেখা গেল একটি বাসে বসে রয়েছেন মার্কিন সেনারা। এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে—হঠাৎ কেন আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে? সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মাঝেই উঠে এল এই ঘটনার আসল কারণ।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে মার্কিন সেনাদের স্বাগত জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সীমান্ত এলাকায় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সেনা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। মার্কিন সেনাদের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘুরতে এবং কার্যত অংশগ্রহণ করতেও দেখা গেছে।

বাংলাদেশের এক সংবাদমাধ্যম অনুযায়ী, কক্সবাজার সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিতে এসেছেন মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। মূলত প্রাকৃতিক দুর্যোগ—বন্যা, জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময়ে উদ্ধারকাজে কীভাবে কাজ করতে হয়, তা শেখাতেই এই প্রশিক্ষণ আয়োজন। চার দিন ধরে চলা এই প্রশিক্ষণ শেষ হয় কক্সবাজারের প্যারাসেলিং পয়েন্টে।

তবে আন্তর্জাতিক মহলের একাংশের মতে, শুধুমাত্র প্রশিক্ষণের জন্য এত দূর থেকে মার্কিন সেনারা এসেছে, বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ, কক্সবাজারের কাছে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অতীতে বিতর্ক হয়েছিল। শেখ হাসিনা দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র সেখানে সেনাঘাঁটি করতে চেয়েছিল। তাঁর অনিচ্ছার কারণে তা হয়নি। এখন দেশের শাসনভার সাময়িকভাবে ইউনূসের হাতে। এই পরিস্থিতিতে মার্কিন সেনার পুনরায় বাংলাদেশে উপস্থিতি নতুন করে আন্তর্জাতিক রাজনীতির জলঘোলা করেছে।