প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরশাহির কাছে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেল তারা। বুধবার ১৬৩ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় আমিরশাহি। এই প্রথম কোনও সহযোগী দেশ টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতল।
প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে সমতায় ফেরে আমিরশাহি। শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ নিজেদের করে নেয় তারা। বড় দলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যে আমিরশাহির আছে, তা প্রমাণ করে দিয়েছে তারা।
বুধবার টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১৮ বলে ৪০ রান করে দলকে উজ্জীবিত সূচনা দেন। কিন্তু টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। এক সময় স্কোর দাঁড়ায় ৮৪-৮। সেখান থেকে জাকের আলি (৩৪ বলে ৪১), হাসান মাহমুদ (১৫ বলে ২৬) ও শোরিফুল ইসলামের (৭ বলে ১৬) লড়াইয়ে দল পৌঁছায় ১৬২ রানে।
রান তাড়ায় নেমে প্রথমে উইকেট হারালেও আমিরশাহির হয়ে জুটি গড়েন মহম্মদ জোহাইব ও আলিশান শারাফু। জোহাইব ফিরে গেলেও ৬৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান শারাফু। শেষে ঝড়ো ইনিংস খেলেন আসিফ খান—৫টি ছক্কায় মাত্র ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসই নিশ্চিত করে আমিরশাহির ঐতিহাসিক জয়।